TRENDING:

Toto News: সব দাপট শেষ! এবার টোটোতেও নম্বর প্লেট, এবার ঘরে বসেই রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে

Last Updated:
Toto News: এবার টোটোতেও থাকবে নম্বর প্লেট। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতেই রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্ত
advertisement
1/7
সব দাপট শেষ! এবার টোটোতেও নম্বর প্লেট, এবার ঘরে বসেই রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন
গোটা রাজ্যেই বিভিন্ন জেলাতে গ্রাম হোক কিংবা মফস্বলে টোটোর উৎপাত দিনের পর দিন বেড়েই চলেছে। টোটো অর্থাৎ ব্যাটারি চালিত ই রিক্সা। যে কোন মানুষই দোকান থেকে একটি এই রিক্সা কিনে রাস্তায় নেমে পড়েন রোজগারের কিছু আশায়। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/7
তবে কোনওরকম সরকারি নিয়ন্ত্রণ এতদিন পর্যন্ত না থাকায় মাত্রাতিরিক্ত হারে বেড়েছে এই ই রিক্সার দাপট। সেই কারণে রাস্তায় চলা সাধারণ মানুষের কার্যত অসম্ভব হয়ে উঠেছে! আগে মেট্রোপলিটন সিটিগুলিতে যেই গাড়ি-ঘোড়ার জ্যাম লেগে থাকতো সেই জ্যাম আজকাল হামেশাই দেখা যায় গ্রাম কিংবা শহরের ছোট অলিগলি রাস্তায়।
advertisement
3/7
আর সেই কারণেই রাজ্য সরকার থেকে এবার নেওয়া হল বিশেষ পদক্ষেপ এই সমস্ত ই রিক্সার জন্য। এবার সরকারি নিয়ন্ত্রণে আসতে চলেছে টোটো। প্রত্যেকটি টোটোকে সরকারি রেজিস্ট্রেশন এর অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।
advertisement
4/7
এর জন্য অনলাইনে TTEN এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক টোটো মালিককে। এমনকি সময় বেঁধে দেওয়া হয়েছে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। সরকারি এই পদক্ষেপে খুশি প্রত্যেক সাধারণ মানুষ।
advertisement
5/7
যদিও এইজন্যে প্রত্যেক টোটো মালিককে দিতে হবে এক হাজার টাকা করে। এবং পরবর্তীকালে রেজিস্ট্রেশন হওয়ার ছমাস পর থেকে মাসিক ১০০ টাকা করে ধার্য করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
advertisement
6/7
এ বিষয়ে নদিয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনথ চক্রবর্তী জানান, ১৩ তারিখ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার TTEN পোর্টাল শুরু করলেন। যেই পোর্টালে ই রিকশা বা টোটো দের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে এক হাজার টাকা দিয়ে তারা নাম নথিভুক্ত করতে পারবেন।
advertisement
7/7
ছ'মাস পর থেকে মাসে ১০০ টাকা করে দিতে হবে তাদেরকে। যাতে প্রতিটি টোটো চলতে পারে এবং টোটো গুলিকে একটি আমরা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা এর আগে সারা জেলা জুড়ে সম্মেলনও করেছি। আজ থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Toto News: সব দাপট শেষ! এবার টোটোতেও নম্বর প্লেট, এবার ঘরে বসেই রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল