কালোর উপর হলুদ, দেখতে অন্যদের থেকে আলাদা! টোটো চালকদের তৎপরতায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ, না দেখলে মিস
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
শান্তিপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় ঘটল এক উল্লেখযোগ্য ঘটনা। স্থানীয় এক গৃহবধূ পুকুরে স্নান করতে গিয়ে আচমকাই হাতে পান একটি কচ্ছপ।
advertisement
1/6

শান্তিপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় ঘটল এক উল্লেখযোগ্য ঘটনা। স্থানীয় এক গৃহবধূ পুকুরে স্নান করতে গিয়ে আচমকাই হাতে পান একটি কচ্ছপ। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রথমে তিনি সাধারণ কচ্ছপ ভেবেই সেটিকে বাইরে আনেন। তাঁদের মধ্যে কয়েকজন সচেতন টোটো চালক বিষয়টি গুরুত্ব দিয়ে বন দফতরে খবর দেন।
advertisement
3/6
খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে শনাক্ত করেন। তাঁরা জানান, এটি সংরক্ষণের অন্তর্ভুক্ত বিরল প্রজাতির কচ্ছপ। আইন অনুযায়ী এই ধরনের প্রাণীকে হেফাজতে রাখা বা কেনাবেচা উভয়ই দণ্ডনীয় অপরাধ।
advertisement
4/6
বন দফতর কচ্ছপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানায়।
advertisement
5/6
এই ঘটনার ফলে এলাকাজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। বন দফতরের আধিকারিকরা স্থানীয়দেরও অনুরোধ করেন, এ ধরনের প্রাণী পাওয়া গেলে অবিলম্বে কর্তৃপক্ষকে খবর দিতে।
advertisement
6/6
টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, অজান্তেই গৃহবধূর হাতে ধরা পড়লেও সচেতনতার ফলে প্রাণীটি রক্ষা পেল এবং প্রকৃতি সংরক্ষণের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া গেল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কালোর উপর হলুদ, দেখতে অন্যদের থেকে আলাদা! টোটো চালকদের তৎপরতায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ, না দেখলে মিস