Dev Gives Puja To Naihati Boro Maa: নিজের হাতে করলেন বড় মা-র আরতি, খাদানের মুক্তির আগে নৈহাটি সুপারস্টার, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Dev Gives Puja To Naihati Boro Maa: নতুন ছবির প্রচারে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন দেব যীশু সহ খাদান ক্রু
advertisement
1/10

নতুন ছবি খাদানের মুক্তির আগে নৈহাটির জাগ্রত বড়মা কালীর মন্দিরে পুজো দিতে আসলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী
advertisement
2/10
এদিন পুরো খাদান ক্রু দের সঙ্গে নিয়ে নৈহাটির অরবিন্দ রোডের বড়মার মন্দিরে আসেন দেব। সঙ্গে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত সহ অভিনেত্রী
advertisement
3/10
একেবারে অন্যধরণের ছবি হতে চলেছে এই খাদান এমনটাই মত ছবির প্রোডিউসার ও নায়ক দেবে-র৷
advertisement
4/10
ওয়াকিবহাল মহলের মত KGF, Salaar-র ঢঙে এবার টলিউডে হতে চলেছে বাংলা সিনেমা৷ তবে দেবের মতে গল্প একেবারেই আলাদা হবে এই প্যানইন্ডিয়া সুপারহিট সিনেমাগুলির থেকে৷
advertisement
5/10
ছবির প্রচারে এদিন ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে দেব নৈহাটির বড়মার কাছে পুজো দেন। দেব আসার খবর পেয়েই মন্দির চত্বরে ভিড় জমান দেবের অগণিত ভক্তরা
advertisement
6/10
দেবের কথায় কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷
advertisement
7/10
নিজের হাতে বড় মা-র আরতি করেন দেব৷ মায়ের আশীর্বাদ নিয়ে নিজের পরের প্রজেক্টের সাফল্য কামনা করেন তিনি৷
advertisement
8/10
গাড়ি থেকে নেমেই বড়মার মন্দিরে প্রবেশের সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নারান অভিনেতা। এরপর মন্দিরে প্রবেশ করে সোজা চলে যান বড় মার কষ্টিপাথরের মূর্তির সামনে
advertisement
9/10
বড়মা কাছে পুজো দিয়ে আরতি করেন দেব। শুধু তাই নয়, বড়মার কাছে অঞ্জলিও দেয় টিম খাদান।
advertisement
10/10
এরপর বড়মার মন্দিরের উপরে উঠে হাত নাড়াতে দেখা যায় অভিনেতা দেব ও যীশু কে, বড়মার মন্দির চত্বরের সামনে তখন দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dev Gives Puja To Naihati Boro Maa: নিজের হাতে করলেন বড় মা-র আরতি, খাদানের মুক্তির আগে নৈহাটি সুপারস্টার, রইল ফটো