TRENDING:

জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছেন? চন্দননগরের ভিড় এড়াতে আগে জেনে নিন সঠিক রুটম্যাপ!

Last Updated:
যাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের জন্য সেরা শুরু মানকুণ্ডু স্টেশন। স্টেশন রোড ধরে জ্যোতির মোড় পর্যন্ত হাঁটলেই চোখে পড়বে মানকুণ্ডুর বিখ্যাত পুজোগুলি
advertisement
1/8
জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছেন? চন্দননগরের ভিড় এড়াতে আগে জেনে নিন সঠিক রুটম্যাপ!
বাঙালির ক্যালেন্ডারে উৎসবের শেষ নেই— তাই তো কথায় আছে, “বারো মাসে তেরো পার্বণ”। দুর্গাপুজোর ঢাকের শব্দ মিলিয়ে যেতেই, আলোর মেলা সাজিয়ে নেয় চন্দননগর। দীপাবলির আলো নিভে যাওয়ার আগেই এই শহর জেগে ওঠে জগদ্ধাত্রী পুজোর উজ্জ্বলতায়।
advertisement
2/8
ঐতিহ্য ও আলোয় ভরপুর চন্দননগরচন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই দেবী দর্শনের সঙ্গে সঙ্গে আলো, রঙ, শিল্প আর সৌন্দর্যের মেলবন্ধন। সপ্তমী থেকে দশমী, এই চার দিন ধরে শহরের প্রতিটি রাস্তা আলোয় ঝলমল করে ওঠে। রাত জেগে ঠাকুর দেখা, মেলায় ঘোরা, পথে পথে পেঁয়াজি-ফুচকার গন্ধে মন ভরে ওঠে এ যেন এক অন্যরকম জাদু।
advertisement
3/8
শুরুটা হোক মানকুণ্ডু থেকেযাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের জন্য সেরা শুরু মানকুণ্ডু স্টেশন।স্টেশন রোড ধরে জ্যোতির মোড় পর্যন্ত হাঁটলেই চোখে পড়বে মানকুণ্ডুর বিখ্যাত পুজোগুলি—মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, পোস্ট অফিস গলি, চারাবাগান বালক সঙ্ঘ, নিয়োগীবাগান এবং সার্কাস মাঠ।প্রতিটি মণ্ডপের নিজস্ব থিম আর শিল্পকর্ম এই উৎসবের অন্যতম আকর্ষণ।
advertisement
4/8
জ্যোতির মোড় থেকে ভদ্রেশ্বরের পথেএরপর জ্যোতির মোড় থেকে জি.টি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে এগিয়ে যান। পথে একের পর এক ঐতিহ্যবাহী পুজো আপনাকে আহ্বান জানাবেতেমাথা ছুতোর পাড়া, বারাসত দক্ষিণ চন্দননগর, অরবিন্দ সঙ্ঘ, বারাসত চক্রবর্তী পাড়া, বারাসাত ব্যানার্জি পাড়া, তেঁতুলতলা এবং বারাসত গেট।এই পুজোগুলোর প্রতিমা আর মণ্ডপসজ্জায় মেলে বাংলার প্রাচীন শৈলী আর ঐতিহ্যের ছোঁয়া।
advertisement
5/8
একটু বিশ্রাম, তারপর আসল মেলাএত হাঁটার পর এবার একটু বিশ্রাম নিন, খান চন্দননগরের বিখ্যাত চপ-মুড়ি বা লুচি-আলুর দম। কারণ এরপরই শুরু হবে আসল আলোর শহরের সফর।জ্যোতির মোড় থেকে অল্প দূরেই রয়েছে তেমাথা শিবমন্দির।
advertisement
6/8
তারপর জি.টি রোডে সামান্য এগোলেই চোখে পড়বে একের পর এক আলোয় মোড়া পুজো—লিচুতলা, সাবিনাড়া, ডুপ্লেক্সপট্টি, কাপালিপাড়া সাহেববাগান, আদি হালদারপাড়া, হালদারপাড়া ষষ্ঠীতলা, পাদ্রীপাড়া কালীতলা, লালবাগান পাদ্রীপাড়া ও লালবাগান চক।এই পুজোগুলোর আলো ও কারুকার্য সত্যিই চোখ ধাঁধিয়ে দেয়।
advertisement
7/8
অন্য পথেও আনন্দের স্রোতযাঁরা খাদিনা মোড় হয়ে তালডাঙা ঘুরে আসছেন, তাঁদের জন্য অপেক্ষা করছে—চাঁপাতলা, পঞ্চাননতলা, বোড় কালীতলা, চাউলপট্টি এবং লক্ষ্মীগঞ্জ বাজারের মতো জনপ্রিয় পুজো।আর চন্দননগর স্টেশন হয়ে এলে মিস করবেন না কোলপুকুর, বৌবাজার ও কোলাবাজারের মণ্ডপগুলো।তালডাঙা মোড় থেকে পালপাড়ার দিকে গেলে দেখতে পাবেন বিবিরহাট, সন্তানসঙ্ঘ ও বিদ্যালঙ্কার-এর ঐতিহ্যবাহী পুজো।
advertisement
8/8
শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিড় সামাল দিতে ষষ্ঠী থেকেই চন্দননগরের বিভিন্ন জায়গায় 'নো এন্ট্রি' শুরু হয়ে গিয়েছে। তাই গাড়ি বা বাইকে যাওয়ার থেকে ট্রেনে করে স্টেশনে নেমে তারপর পায়ে হেঁটে ঠাকুর দেখাই সবথেকে ভাল উপায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছেন? চন্দননগরের ভিড় এড়াতে আগে জেনে নিন সঠিক রুটম্যাপ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল