TRENDING:

Sujata Mondal Second Wedding|| সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, কেমন সাজবেন সুজাতা? মেনুতেও বিরাট চমক!

Last Updated:
Sujata Mondal second Wedding Date, Menu: সুজাতা মণ্ডলের বিয়ের দিনক্ষণ, খাবারের মেনু-সহ কেনাকাটা নিয়ে মুখ খুললেন পাত্রী। সুজাতা আগেই জানিয়েছিলেন তাঁর জীবনে প্রেম এসেছে। এ বারে সাত পাকে বাঁধা পরার পালা।
advertisement
1/10
সৌমিত্র অতীত!দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত,কেমন সাজবেন সুজাতা?মেনুতেও বিরাট চমক
*মাসখানেক আগেই প্রকাশ্যে এসেছিল সুজাতা মণ্ডলের বিয়ের প্রসঙ্গ। এ বারে বিয়ের দিনক্ষণ, খাবারের মেনু-সহ কেনাকাটা নিয়ে একপ্রকার মুখ খুললেন পাত্রী। সুজাতা আগেই জানিয়েছিলেন তাঁর জীবনে প্রেম এসেছে। এ বারে বিয়ের যাবতীয় পরিকল্পনা জানালেন নিজেই, তবে বেশ কিছু বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাননি। ছবিঃ ফেসবুক। 
advertisement
2/10
*বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা শেষ হয়েছে ১৬ জানুয়ারি। আইনি কাগজও হাতে পেয়েছেন। আর তারপরেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুজাতা মণ্ডল। ছবিঃ ফেসবুক।
advertisement
3/10
*সম্ভবত বৈশাখ মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন সুজাতা মণ্ডল। এ প্রসঙ্গে যদিও প্রশ্ন করা হলে তার জবাবে মৌনই থেকেছেন সুজাতা। ছবিঃ ফেসবুক। 
advertisement
4/10
*তবে তৃণমূল নেত্রীর জবাব, "এখনই তারিখ বলতে পারছি না। বাঙালিদের চৈত্র মাসে বিয়ে হয় না। কেনাকাটা করার জন্যও শুভ নয়। এ মাসে বিয়ের পরিকল্পনা নেই। বাড়ির সকলের মতামত রয়েছে, তাই শুভ মাসেই বিয়ে করব সব নিয়ম মেনে।" ছবিঃ ফেসবুক। 
advertisement
5/10
*বিয়ের কেনাকাটা নিয়েও এ দিন অকপট ছিলেন সুজাতা মণ্ডল। বনাংলার এক প্রথম সারির সংবাদ মাধ্যমে তিনি জানান, "বিয়ে এক কথায় হয় না। তাই কেনাকাটা করতেই হবে। এখন থেকেই তার প্রস্তুতি চলছে। তবে এ মাস শুভ নয়, তাই মাস শেষের অপেক্ষা রয়েছে।" ছবিঃ ফেসবুক। 
advertisement
6/10
*পাত্র কে জানেন? রাজনীতির মানুষ নাকি রাজনীতি বাইরে? এ প্রসঙ্গে জানিয়েছেন, কয়েকটা দিন পরেই সব জানাবেন তিনি। তবে তিনি রাজনীতির মানুষ নন। ছবিঃ ফেসবুক। 
advertisement
7/10
*প্রসঙ্গত, সৌমিত্রের সঙ্গে সুজাতার বিয়ে হয় ২০১৬ সালের ১ জুলাই। ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দেন সুজাতা। সেদিনই সৌমিত্র খাঁ সুজাতার সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানান।এর পরেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রীর সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্কচ্ছেদের আবেদন জানান। ছবিঃ ফেসবুক।  
advertisement
8/10
*সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সুজাতা। সেখানে তাঁকে কনের সাজে দেখা গিয়েছিল। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয় ব্যাপক জল্পনা। ছবিঃ ফেসবুক।
advertisement
9/10
*চওড়া সিঁদুর, কপালে চন্দনের ফোঁটা। দানের সিঁদুরের মতো, সিঁথির সিঁদুর ছড়িয়েছে নাকে। এমনই সাজে গানের সঙ্গে ছন্দ মিলিয়ে রিলস বানিয়েছিলেন। সেই ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, তা ভাইরাল হতে সময় নেয়নি। ছবিঃ ফেসবুক।
advertisement
10/10
*বিয়েতে সাজগোজ, আনন্দের পাশাপাশি গুরুত্বপূর্ণ মেনু। তবে সেখানে বেশ কিছু চমক রাখতে চাইছেন সুজাতা মণ্ডল। কারণ, তিনি 'কমন’ মেনু চাইছেন না। বিয়েতে আমন্ত্রিতদের যাতে কোনও ত্রুটি না হয় তার দিকে নজর থাকবে। তবে এখনও মেনু ফাঁস করব না। ছবিঃ ফেসবুক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sujata Mondal Second Wedding|| সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, কেমন সাজবেন সুজাতা? মেনুতেও বিরাট চমক!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল