Tiger: পাতা হয়েছে খাঁচা, ছাগলের টোপ...পাথরপ্রতিমায় ঘুরে বেড়াচ্ছে বাঘ! সতর্ক বনদফতর
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Tiger: পাথরপ্রতিমায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ঘুরে বেড়াচ্ছে বাঘ। আর যার ফলে সতর্ক অবস্থান নিল বনদফতর। ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনও গ্রামবাসীকে যেতে দিচ্ছে না বনদফতরর। বনকর্মীরা রয়েছেন ঘটনাস্থলে।
advertisement
1/5

<strong>পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> পাথরপ্রতিমায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ঘুরে বেড়াচ্ছে বাঘ। আর যার ফলে সতর্ক অবস্থান নিল বনদফতর। ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনও গ্রামবাসীকে যেতে দিচ্ছে না বনদফতর। বনকর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
কে প্লটের পর রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার হয়ে সটান ঢুকে পড়েছে পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত শ্রীধরপুর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এল প্লট এলাকায়। এই খবর পেয়েই তড়িঘড়ি গোবর্ধনপুর কোস্টাল থানা ও রামগঙ্গা বনদফতরের কর্মীরা সক্রিয় হয়।
advertisement
3/5
রামগঙ্গার রেঞ্জার অফিসার শেখ কবীর হোসেনের নেতৃত্বে ৮০ জনের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়। বাঘ কোথায় লুকিয়ে রয়েছে তা জানতে তল্লাশি চলছে। খাঁটানো হয়েছে জাল। পাতা হয়েছে খাঁচা।
advertisement
4/5
জঙ্গল থেকে বাঘটি যাতে লোকালয়ে আসতে না পারে সেজন্য নদীর বাঁধ বরাবর নাইলনের জাল ঘিরে দেওয়া হয়েছে। এই ঘটন নিয়ে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ মিদ্যা জানিয়েছেন, 'গ্রামের পাশের জঙ্গলে বাঘ রয়েছে, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। এখনও বাঘটিকে ধরা সম্ভব হয়নি। গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। তাঁদের সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে।'
advertisement
5/5
এখন নদীতে গিয়ে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। নদীর চরের জঙ্গলে দু'টি খাঁচা পাতা হয়েছে। বাঘ ধরার জন্য তাতে ছাগল রাখা হয়েছে। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেন, 'পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।' ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tiger: পাতা হয়েছে খাঁচা, ছাগলের টোপ...পাথরপ্রতিমায় ঘুরে বেড়াচ্ছে বাঘ! সতর্ক বনদফতর