Tigers In Sundarban: যাচ্ছেন নাকি সুন্দরবনে, বাড়ল বাঘের সংখ্যা, দেখতে পেলেও পেতে পারেন রয়্যাল বেঙ্গলের সঙ্গে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Tigers In Sundarban: সুন্দরবন জুড়ে ছড়াল খুশির খবর। বাঘের সংখ্যা বেড়েছে আবারও। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর।
advertisement
1/6

সুন্দরবন জুড়ে ছড়াল খুশির খবর। বাঘের সংখ্যা বেড়েছে আবারও। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর।
advertisement
2/6
সর্বশেষ বাঘ সুমারিতে বাঘ ছিল ১০১ টি। তবে সম্প্রতি শেষ হওয়া বাঘসুমারিতে ব্যবহার করা ক্যামেরার ছবি বিশ্লেষণ করে এই কথা জানা গিয়েছে।
advertisement
3/6
সুন্দরবনে বাঘ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির প্রধান ফিল্ড অফিসার অনিল মিস্ত্রির আবার ধারণা অন্তত ২০ টি বাঘ বেড়েছে। যা অন্তত শুভ খবর।
advertisement
4/6
তবে বনদফতর সূত্রে খবর অন্তত ৬-৭টি বাঘ বেড়েছে। ভারতীয় সুন্দরবন অংশকে বাঘেরা নিজেদের জন্য নিরাপদ মনে করছে। ফলে এই বাঘ বাড়ছে।
advertisement
5/6
গণনার সময় এক বছরের কম শাবকদের গণনায় ধরা হয়না। এরকম শাবকের সংখ্যাও কম নয়। এক থেকে ৩ বছর বয়সী বাঘ রয়েছে ২০ শতাংশ।
advertisement
6/6
ফলে বাঘের এই সংখ্যা বৃদ্ধিতে খুশি সকলেই। শাবকগুলি বড় হলে আগামী এক থেকে দুই বছরে আরও বাঘ বাড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tigers In Sundarban: যাচ্ছেন নাকি সুন্দরবনে, বাড়ল বাঘের সংখ্যা, দেখতে পেলেও পেতে পারেন রয়্যাল বেঙ্গলের সঙ্গে