TRENDING:

Tiger In Gosaba Locality: ফের সুন্দরবনের লোকালয়ে বাঘ! ঘুমপাড়ানি গুলিতে উদ্ধার করল বন দফতর

Last Updated:
Tiger Fear In Sunderban: ঘুমপারানি গুলি করে বাঘটিকে উদ্ধার করা হয়েছে।
advertisement
1/6
ফের সুন্দরবনের লোকালয়ে বাঘ! ঘুমপাড়ানি গুলিতে উদ্ধার করল বন দফতর
এবার গোাবার কুমিরমারী বাঘনা ফরেস্ট অফিসের পাশে এলাকায় ফের বাঘের আতঙ্ক। সাতজেলিয়া ৪ নম্বর মিত্র বাড়ির পর আবারও সুন্দরবনের কুমির বাড়িতে বাঘের আতঙ্ক।
advertisement
2/6
কুমিরমারি বাগনা কাচারী পাড়া গ্রামে বাঘ ঢুকেছে বলে খবর ছিল। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যে এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
advertisement
3/6
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে এদিন বাঘের আক্রমণের মুখ থেকে জখম হয়ে প্রাণে বেঁচে ফিরেছিলেন দুই ধীবর। কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানা এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দাl জখম হওয়া খোকন মুন্ডা ও অমল দণ্ডপাট নামের দুই ধীবর এদিন গুরুতর জখম হন।
advertisement
4/6
বুধবার নগেনাবাদ গ্রাম থেকে নৌকা নিয়ে গিয়েছিলেন সুন্দরবনের তাঁরা। বেণীফিলি জঙ্গলের পাশে রঙমারি খালের মধ্যে দিয়ে যাচ্ছিল নৌকা। সেই সময়ে জঙ্গল থেকে একটি বাঘ সরাসরি ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপরl বাঘের থাবায় সব থেকে বেশি জখম হন অমল দণ্ডপাটl বাঘের তীক্ষ্ন নখের আঁচড়ে অমলের মাথায় ও মুখে মারাত্মক ক্ষত হয়েছেl বাঘের তাঁর ঘাড়ে কামড় বসাতে পারেনিl জখম হয়েছেন তাঁর সঙ্গী খোকন মুন্ডাওl
advertisement
5/6
দীপক মন্ডল লাঠিসোটা নিয়ে বাঘটিকে ভয় দেখাতেই হামলাকারী বাঘটি পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁরা চলে আসেন গ্রামেl অমল দণ্ডপাটের মাথা ও মুখে মারাত্মক আঘাত থাকায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়l খোকন মুন্ডাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়েছে।শনিবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অমল দন্ডপাটের।
advertisement
6/6
দুটি ঘুমপারানি গুলি করে উদ্ধার করা হলো বাঘটিকে। বনদপ্তরের কর্মীরা বাঘটিকে উদ্ধার করেছে বলে খবর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tiger In Gosaba Locality: ফের সুন্দরবনের লোকালয়ে বাঘ! ঘুমপাড়ানি গুলিতে উদ্ধার করল বন দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল