Rain Forecast|| সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অশনি', ২ জেলায় ৩০ মিনিটের মধ্যেই নামবে কাঁপিয়ে বৃষ্টি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Thunderstorm with lightning and rainfall within an hour: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত অশনি। ফলে আশঙ্কা বাড়ছে। তার মধ্যেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/6

*শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত অশনি। ফলে আশঙ্কা বাড়ছে। তার মধ্যেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
2/6
*এ দিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ক্রমশ অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রতীকী ছবি।
advertisement
3/6
*উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এটি গতিপথ পরিবর্তন করে উত্তর উত্তরমুখী হবে। বুধবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। প্রতীকী ছবি।
advertisement
4/6
*আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সর্তকতা হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
5/6
*কলকাতা এবং দুই ২৪ পরগণা, এবং দুই মেদিনীপুরে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভায় ৪৮ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হল। প্রতীকী ছবি।
advertisement
6/6
*এ দিকে, অশনি মোকাবিলায় চালু হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা এবং দুই ২৪ পরগণায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভায় ৪৮ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হল। প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rain Forecast|| সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অশনি', ২ জেলায় ৩০ মিনিটের মধ্যেই নামবে কাঁপিয়ে বৃষ্টি