West Bengal Weather Update || আর কিছুক্ষণের মধ্যেই হবে তুমুল বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update || আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই ভাসতে চলেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম৷
advertisement
1/5

আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই ভাসতে চলেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম৷ সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া৷ ঝড়বৃষ্টি চলাকালীন বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে৷
advertisement
2/5
তিন দিনেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু ঢুকেছিল তেসরা জুন। ১৭ জুন দক্ষিণবঙ্গে ঢোকে বর্ষা। ২০ জুনের মধ্যেই গোটা রাজ্য অতিক্রম করে গেল মৌসুমী বায়ু। একইসঙ্গে পূর্ব ভারতের রাজ্য বিহার ঝাড়খন্ড ওড়িশা অতিক্রম করল মৌসুমী বায়ু।
advertisement
3/5
আগামী কয়েকদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ২৪ জুন বিহার ঝাড়খণ্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কঙ্কন গোয়া ও মুম্বাইয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়খণ্ড বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবারে।
advertisement
5/5
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, একটানা বৃষ্টি আপাতত সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update || আর কিছুক্ষণের মধ্যেই হবে তুমুল বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা