Cyclone Asani: অশনির প্রভাবে বৃষ্টি শুরু! আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Cyclone Asani: এমনিতেই সকাল থেকে দক্ষিণের সবকটি জেলায় কম বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও হাল্কা, কোথাও বা ভারী বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে।
advertisement
1/5

অশনির সতর্কতা ছিলই। তবে মঙ্গলবার বেলা বাড়তেই জানা গিয়েছে, তেমন করে আর ঝড়ের প্রভাব পড়বে না এ রাজ্যে। তবে দক্ষিণের জেলাগুলিতে ও উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পার বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
advertisement
2/5
মঙ্গলবার রাতে আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছে, অশনির প্রভাবে মঙ্গলবার রাত নটা পরবর্তী সময়ে ১-২ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা উত্তর ২৪ পরগনায়।
advertisement
3/5
এমনিতেই সকাল থেকে দক্ষিণের সবকটি জেলায় কম বেশি বৃষ্টিপাত হয়েছ। কোথাও হাল্কা, কোথাও বা ভারী বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে। কোথাও কোথাও জলও জমেছে।
advertisement
4/5
সতর্ক রয়েছে প্রশাসনও। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলায় জেলায় হাজির রয়েছে এনডিআরএফ-এর দল। তৈরি রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিও।
advertisement
5/5
কলকাতায়ও আলাদা করে সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। কলকাতা পুরসভার পক্ষ থেকে জল জমার যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দরকারে সবকটি পাম্পি স্টেশনকে কাজে নামানো হবে বলে জানিয়েছেন মেয়র।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Asani: অশনির প্রভাবে বৃষ্টি শুরু! আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর