Kartik Puja news: দেব সেনাপতির আরাধনায় আলো হয়েছিল শূন্য কোল! এখানে আজও তিন কার্তিকের পুজো হয় একসঙ্গে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Kartik Puja: কার্তিক পুজোয় বাঁশবেড়িয়া অথবা কাটোয়ার জৌলুস সম্পর্কে মানুষ অবগত। যদিও কার্তিক পুজো নিয়ে দক্ষিণ ভারতের উচ্ছ্বাস সব থেকে বেশি। তবে, পশ্চিম বর্ধমান জেলায় একটি পারিবারিক কার্তিক পুজো ইতিহাস সমৃদ্ধ।
advertisement
1/6

কার্তিক পুজোয় বাঁশবেড়িয়া অথবা কাটোয়ার জৌলুস সম্পর্কে মানুষ অবগত। যদিও কার্তিক পুজো নিয়ে দক্ষিণ ভারতের উচ্ছ্বাস সব থেকে বেশি। তবে, পশ্চিম বর্ধমান জেলায় একটি পারিবারিক কার্তিক পুজো ইতিহাস সমৃদ্ধ।
advertisement
2/6
পাণ্ডবেশ্বর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গৌড়বাজার এলাকা। সেখানেই হয় পালবাড়ির কার্তিক পুজো। পরিবারের সদস্যদের দাবি, এই পুজো প্রায় ১৬৬ বছরের প্রাচীন। এই পুজোয় রয়েছে অদ্ভুত এক নিয়ম। সঙ্গে জড়িত রয়েছে পারিবারিক ইতিহাস।
advertisement
3/6
এখানে প্রত্যেক বছর একসঙ্গে তিন কার্তিকের পুজো হয়। বড় কার্তিক, মেজো কার্তিক এবং ছোট কার্তিক - তিনজনে পুজো পান একসঙ্গে। কার্তিক মাসের সংক্রান্তিতে প্রত্যেক বছর একসঙ্গে তিন কার্তিকের পুজো হয় পাল বাড়িতে।
advertisement
4/6
পরিবারের সদস্যরা দাবি করেন এই পরিবারের পূর্বপুরুষ, জয় নারায়ণ পাল, লক্ষ্মীনারায়ণ পাল এবং শ্যাম পাল তিনজনেই ছিলেন নিঃসন্তান। তাই সন্তান প্রাপ্তির আশায় ১৮৫৭ সালে তারা তিন ভাই একসঙ্গে তিন কার্তিকের পুজো শুরু করেন।
advertisement
5/6
জানা যায়, এই পুজোর পরে লক্ষী নারায়ণ পাল একটি পুত্র সন্তান লাভ করেন। অন্য দুই ভাইয়ের কোল আলো করে আসে দুটি কন্যা সন্তান। তারপর থেকেই তিন কার্তিকের পুজো এখনও চালিয়ে আসছে পাল পরিবার। প্রথা মেনে রাত ১২টার পরেই পুজো শুরু হয় এখানে।
advertisement
6/6
একটা সময় আর্থিক সঙ্কট এই পরিবারকে ঘিরে ধরেছিল। যদিও তার মধ্যে তিন কার্তিকের পুজো বন্ধ হয়নি। তবে পুজোর আয়োজনে বেশ কিছু বদল এসেছে। কিন্তু সেই পুরানো রীতিনীতি মেনে এখন আরও জাঁকজমকের সঙ্গে করা হয় পুজোর আয়োজন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kartik Puja news: দেব সেনাপতির আরাধনায় আলো হয়েছিল শূন্য কোল! এখানে আজও তিন কার্তিকের পুজো হয় একসঙ্গে