TRENDING:

তিন শতাব্দী প্রাচীন আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাসের প্রধান আকর্ষণ ‌যান্ত্রিক মডেল

Last Updated:
তিন শতাব্দীর প্রাচীন আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাস, প্রাচীন নিয়ম রীতি মেনে রাসের উৎসব, জেলা ও জেলার বাইরে থেকে মানুষ আসে ইলেকট্রিক মডেল দেখতে
advertisement
1/5
তিন শতাব্দী প্রাচীন আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাসের আকর্ষণ ‌যান্ত্রিক মডেল
৩ শতাব্দীর প্রাচীন মোহিয়ারি কুন্ডু চৌধুরী বাড়ির রাস উৎসব! এবার আরও আকর্ষণ বেড়েছে এই রাসে। এখানকার রাস ইলেকট্রিক মডেল বাংলার মানুষের আকর্ষণে। রাস উপলক্ষে কুন্ডু চৌধুরী বাড়ির লক্ষী জনার্দন ঠাকুর ঘর থেকে নেমে আসেন ঠাকুর দালানের সিংহাসনে। ৩ শতাব্দী প্রাচীন রীতি মেনেই রাসের আসর । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাসে অন্যতম আকর্ষণ ইলেকট্রিক মডেল। অন্যান্য বছরের তুলনায় এবার আরও সাতটি ইলেকট্রিক মডেল সংখ্যা বেড়েছে, ফলে এতে মানুষ আরও উৎসাহিত। ঐতিহ্যবাহী এই বাড়ি রাস উপলক্ষে আকর্ষণীয়ভাবে সেজে ওঠে কুন্ডু চৌধুরী বাড়ি। প্রায় ১২ দিনব্যাপী রাস প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন।
advertisement
3/5
পুরনো রীতি নিয়ম মেনে এই বর্তমান সময়ে কুন্ডু চৌধুরী বাড়ির রাস পালিত হয়। একসময় আন্দুল কুন্ডু চৌধুরী বাড়িতে রাস উপলক্ষে যাত্রাপালা হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হত। মেলায় থাকতো পুতুল নাচ। এখন সেসব অতীত, তবে মডেল এবং রাসের সাজ ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়। জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন।
advertisement
4/5
আন্দুল মহিয়ারি কুন্ডু চৌধুরী বাড়ির রাস ' শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন রাস উৎসব ' নামে পরিচিত। প্রতিবছর রাস উপলক্ষে কুন্ডু চৌধুরী বাড়ির গৃহদেবতা লক্ষ্মী জনার্দন প্রথম দিন থেকে তিন দিন রাধা কৃষ্ণের সঙ্গে পুজিত হন। কুন্ডু চৌধুরী বাড়িতে ১২ দিন রাসের উৎসব চলে। প্রতিদিন রাস উপলক্ষে অসংখ্য মানুষ হাজির হয়।
advertisement
5/5
কুন্ডু চৌধুরী বাড়ির সদস্য শ্রীধর কুন্ডু চৌধুরী জানান, ঐতিহ্যবাহী এই রাস জেলা ও জেলার বাইরের মানুষের আকর্ষণে। ৩০০ বছরের রীতি নিয়ম মেনে রাস উৎসব পালিত হয়। সে সময় কুন্ডু চৌধুরী বাড়ির রাস কেন্দ্র করে নানা উৎসব ও মেলার আয়োজন হত। সারা বাংলা থেকে মানুষ রাসে এসে হাজির হত। একদিকে যেমন রাসের মেলা বসত, সেই মেলার একটি দিক ব্যবসা বাণিজ্য । অন্যদিকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে মানুষ এই রাসের মেলার অপেক্ষা করত সারা বছর। বর্তমানে কুণ্ড চৌধুরী বাড়ির পরিচালনায় মেলা অনুষ্ঠিত না হলেও। স্থানীয় ক্লাব প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মেলার পসরা বসে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
তিন শতাব্দী প্রাচীন আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাসের প্রধান আকর্ষণ ‌যান্ত্রিক মডেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল