In pics: প্রবল জলোচ্ছ্বাসে ভাঙনের গ্রাসে মৌসুনি দ্বীপ, ঘরছাড়া হাজার খানেক পরিবার
Last Updated:
advertisement
1/6

ভাঙনের কবলে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ। ঘরছাড়া হাজার খানেক পরিবার। ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের ২১ বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়াড়া ও কুসুমতলা। প্রশাসনের সাহায্যের আশায় গ্রামবাসীরা। (News 18 Bangla)
advertisement
2/6
জলই নাকি জীবন...কিন্তু এখানে জলেই ছারখার জীবন! দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপ। (News 18 Bangla)
advertisement
3/6
ছলাৎ ছলাৎ শুনলেই ভয়ে কাঁপে এখানকার আট থেকে আশি সকলেই ৷ (News 18 Bangla)
advertisement
4/6
তার ওপর এখন ভরা বর্ষা। প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে নদী। ভাঙনের গ্রাসে ঘর-বাড়ি-সংসার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঘরছাড়া হাজার খানেক পরিবার। দ্রুত বাঁধ তৈরির দাবি বাসিন্দাদের ৷ (News 18 Bangla)
advertisement
5/6
বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই দ্বীপ। দৈর্ঘ-প্রস্থে সাকুল্যে ১০ কিলোমিটার। এখন ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের ২১ বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়াড়া ও কুসুমতলা। (News 18 Bangla)
advertisement
6/6
মুড়িগঙ্গায় ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস ৷ প্লাবিত মৌসুনী দ্বীপের একাংশ ৷ জলবন্দি কয়েক হাজার বাসিন্দা ৷ প্রাণ বাঁচাতে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন গ্রামবাসীরা ৷ নদী ঘেরা ওই এলাকায় নেই বাঁধ ৷ কোটাল এলেই জলমগ্ন হয় এলাকা ৷ (News 18 Bangla)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
In pics: প্রবল জলোচ্ছ্বাসে ভাঙনের গ্রাসে মৌসুনি দ্বীপ, ঘরছাড়া হাজার খানেক পরিবার