TRENDING:

'কোল্ড' আতসবাজি! বাজার কাঁপাতে আসছে অভিনব এই বাজি!  এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হতে চলেছে এই বাজি!

Last Updated:
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে "কোল্ড আতসবাজি"। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে আতসবাজি সংগঠন সূত্রে খবর। কোল্ড আতসবাজি সাধারণ আতসবাজির মতো আগুন আর বেশি তাপ ছাড়ে না। ছবি ও তথ্য: নবাব মল্লিক 
advertisement
1/6
'কোল্ড' আতসবাজি! বাজার কাঁপাতে আসছে অভিনব এই বাজি!  এবার দক্ষিণ ২৪ পরগনায
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে "কোল্ড আতসবাজি"। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে আতসবাজি সংগঠন সূত্রে খবর। কোল্ড আতসবাজি সাধারণ আতসবাজির মতো আগুন আর বেশি তাপ ছাড়ে না। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
এ নিয়ে আতসবাজি ম্যানুফ্যাকচারিং সংগঠনের সাধারণ সম্পাদক শুকদেব নস্কর জানিয়েছে, "আমরা নাগপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা রাজ্যের এমএসএমই-র সঙ্গে গাঁটছড়া বেঁধে কোল্ড বাজি নিয়ে একটি প্রশিক্ষণ করবেন। সেখানে ব্রিটেন-জার্মানি থেকেও বিশেষজ্ঞরা আসবেন।"
advertisement
3/6
সাধারণত এই আতসবাজিগুলি চীন থেকে নিয়ে আসা হয়। যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এগুলি দেখতে ঝকঝকে স্ফুলিঙ্গের মতো। জ্বলার সময় কম তাপমাত্রা ও ধোঁয়া কম হয়।
advertisement
4/6
মূলত বিয়ে, জন্মদিন, কনসার্ট, মঞ্চ অনুষ্ঠান, কেক কাটার সময় ব্যবহার হয় এই আতসবাজি। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় সমগ্র রাজ্যে কোল্ড বাজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
5/6
এছাড়াও আরও জানা গিয়েছে পুজোর আগেই বাজার বসানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্স আগামী ১০ দিনের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে।ফলে কালীপুজোর আগে বাজি বাজার নিয়ে কোনওরকম সমস্যা তৈরি হবেনা।
advertisement
6/6
এই কোল্ড বাজি বাজারে আসলে বাজি শিল্পে বিপ্লব আসবে। পরিবেশদূষণ ও খুব কম হবে। আগামীদিনে পরিবেশবান্ধব বাজি তৈরিতে স্বনির্ভর হবে দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা রাজ্য। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'কোল্ড' আতসবাজি! বাজার কাঁপাতে আসছে অভিনব এই বাজি!  এবার দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হতে চলেছে এই বাজি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল