ভাইফোঁটায় 'চেন্নাই এক্সপ্রেস' থেকে 'রাবড়ি বল'... এই দোকানের মতো মিষ্টি কোথাও পাবেন না, চক্ষু ছানাবড়া
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
এ বছর ভাইফোঁটা উপলক্ষে দোকানে এসেছে প্রায় ৩০ রকমের নতুন ও ঐতিহ্যবাহী মিষ্টি। তালিকায় রয়েছে ‘আবার খাব আবার খাব’, ‘ভাইফোঁটা সন্দেশ’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রাবড়ি বল’, ‘হরলিক্স ও বনভিটা সন্দেশ’, ‘বাদশাহী ভোগ’, ‘কাঁচা আমের রসগোল্লা’, ‘স্ট্রবেরি রসগোল্লা’, ‘নলেন গুড়ের রসগোল্লা’ সহ আরও বহু আকর্ষণীয় মিষ্টি।
advertisement
1/7

ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক ভাইফোঁটা। দীপাবলির পরেই ঘরে ঘরে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠে বাঙালী পরিবার।
advertisement
2/7
বৃহস্পতিবার ভাইফোঁটা, আর তার আগেই মিষ্টির বাজারে যেন উৎসবের আমেজ। নদীয়ার শান্তিপুরে সকাল থেকেই ভিড় উপচে পড়ছে মিষ্টির দোকানগুলোতে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
3/7
ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে মিষ্টির থালায় নতুনত্ব আনতে ব্যস্ত বোনেরা। বিশেষত থানার মোড় এলাকার প্রসিদ্ধ একটি মিষ্টান্ন ভান্ডারে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।
advertisement
4/7
এ বছর ভাইফোঁটা উপলক্ষে দোকানে এসেছে প্রায় ৩০ রকমের নতুন ও ঐতিহ্যবাহী মিষ্টি। তালিকায় রয়েছে ‘আবার খাব আবার খাব’, ‘ভাইফোঁটা সন্দেশ’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রাবড়ি বল’, ‘হরলিক্স ও বনভিটা সন্দেশ’, ‘বাদশাহী ভোগ’, ‘কাঁচা আমের রসগোল্লা’, ‘স্ট্রবেরি রসগোল্লা’, ‘নলেন গুড়ের রসগোল্লা’ সহ আরও বহু আকর্ষণীয় মিষ্টি।
advertisement
5/7
প্রতিটি মিষ্টির দাম ২০ টাকা থেকে শুরু করে ৫০ কিংবা ১০০ টাকা পর্যন্ত। মিষ্টির কারিগর বলেন, “প্রতি বছরই আমরা চেষ্টা করি নতুন কিছু আনার। ক্রেতাদের চাহিদা ও রুচির পরিবর্তন অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই সাজিয়ে ফেলেছি নতুন মিষ্টির ডালি।”
advertisement
6/7
ক্রেতারাও জানাচ্ছেন, 'ভাইয়ের পাতে কিছু বিশেষ মিষ্টি রাখতে চাই। তাই আজই কিনতে চলে এসেছি। এখানে মিষ্টির মান ভাল, দামও হাতের নাগালে।' এবারের ভাইফোঁটা উপলক্ষে দোকানের বিশেষ প্রস্তুতি ও নতুন স্বাদের মিষ্টি ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রেতাদের।
advertisement
7/7
সব মিলিয়ে বলা যায়, ভাইফোঁটার আগেই শান্তিপুরের মিষ্টির বাজার এখন তুঙ্গে, আর সেই বাজারের মিষ্টি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিঃসন্দেহে রয়েছে এই মিষ্টান্ন ভান্ডার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভাইফোঁটায় 'চেন্নাই এক্সপ্রেস' থেকে 'রাবড়ি বল'... এই দোকানের মতো মিষ্টি কোথাও পাবেন না, চক্ষু ছানাবড়া