Weekend Destination: বাইক চালাতে ভালবাসেন? রইল এক সুন্দর জায়গার খোঁজ, একবার গেলে ভুলতে পারবেন না
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Weekend Destination : বাইক চালাতে যারা ভালবাসেন, তাঁদের জন্য একেবারে আদর্শ জায়গা এটি। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির কোলে বাইক নিয়ে ঘোরার আনন্দই আলাদা।
advertisement
1/6

বাইক চালাতে যারা ভালবাসেন, তাঁদের জন্য একেবারে আদর্শ জায়গা এটি। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির কোলে বাইক নিয়ে ঘোরার আনন্দই আলাদা। পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে এমন এক সুন্দর জায়গা, যা মন ভরিয়ে দেবে ভ্রমণপিপাসুদের। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
এই জায়গার নাম আউশগ্রাম। স্থানীয়রা একে জঙ্গলমহল নামেই চেনে। কারণ চারিদিকে শুধু সবুজের সমারোহে ঘেরা ঘন জঙ্গল। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি যেন এক স্বর্গ। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
জঙ্গলের বুক চিরে চলে গেছে লম্বা কালো পিচের রাস্তা। এই রাস্তায় বাইক নিয়ে ছুটে চলার মজা সত্যিই অন্যরকম। সামনে যতদূর চোখ যায়, শুধু জঙ্গল আর রাস্তার মিলন যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
প্রিয় সঙ্গীকে সঙ্গে নিয়ে এই পথে বাইক চালালে মিলবে এক অনন্য অভিজ্ঞতা। শান্ত, নিরিবিলি পরিবেশ মনকে মুগ্ধ করে দেবে। শহরের চাপা ধোঁয়া-ধুলো থেকে মুক্তি পেতে চাইলে এ এক আদর্শ গন্তব্য। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
শুধু বাইক রাইড নয়, এখানে দাঁড়িয়ে ছবি তোলারও অসাধারণ সুযোগ রয়েছে। চারপাশের জঙ্গল আর রাস্তার দৃশ্য ছবিতে বন্দি করলে হবে দারুণ ফটোশুট। তাই ভ্রমণ আর ফটোগ্রাফি, দুটোরই সুন্দর সমন্বয় ঘটাতে পারবেন আউশগ্রামে। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
এছাড়া আউশগ্রামে ঘুরে দেখার মতো আরও অনেক কিছু রয়েছে। প্রকৃতির সৌন্দর্য, গ্রামের সরল জীবনযাত্রা ও ঐতিহ্য মিলে এটি ভ্রমণের জন্য নিখুঁত জায়গা। তাই বাইক নিয়ে, সঙ্গে সঙ্গীকে করে চলে যেতে পারেন আউশগ্রামের জঙ্গলমহলে, এক অন্যরকম অভিজ্ঞতার খোঁজে। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weekend Destination: বাইক চালাতে ভালবাসেন? রইল এক সুন্দর জায়গার খোঁজ, একবার গেলে ভুলতে পারবেন না