Nadia News: নবদ্বীপের অদেখা ঐতিহ্য, কলকাতা পোর্ট ট্রাস্টের মতো আজও সক্রিয় এই ছোট বন্দর
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নবদ্বীপের এই ছোট পোর্ট শুধু একটি প্রশাসনিক বন্দর নয় এটি একদিকে ইতিহাসের স্মারক, অন্যদিকে আধুনিকতার মাঝেও টিকে থাকা নদিয়ার এক নীরব, মনোরম সবুজ আশ্রয়।
advertisement
1/6

শুধু কলকাতাই নয়, নদিয়ার নবদ্বীপেও রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে একটি ছোট একটি ঐতিহাসিক পোর্ট বন্দর। বহু পুরনো এই বন্দরের সঙ্গে জড়িয়ে রয়েছে নবদ্বীপের সমুদ্রবাণিজ্যের স্মৃতি।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
একসময় বড় বড় বাণিজ্যিক জাহাজ কলকাতা অভিমুখে যাতায়াতের পথে এখানেই নোঙর ফেলত। সেই সব জাহাজের নাবিকেরা নবদ্বীপ শহরে নেমে বাজারে কেনাকাটা করতেন, স্থানীয়দের সঙ্গে গড়ে উঠত বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ। গঙ্গার পারে দাঁড়িয়ে থাকা এই পোর্ট তাই দীর্ঘদিন ধরে নদিয়ার বাণিজ্য-ঐতিহ্যের নীরব সাক্ষী।
advertisement
3/6
বর্তমানে আর আগের মতো জাহাজ দেখা যায় না ঠিকই, তবে বছরে দু-একটি ছোট ও মাঝারি আকারের সরকারি জাহাজ আজও আসে এই বন্দরে। এসব জাহাজ আসে মূলত সরকারি কাজকর্মের তদারকি ও পরিদর্শনের উদ্দেশ্যে।
advertisement
4/6
এই পোর্ট এলাকার অন্যতম বৈশিষ্ট্য তার প্রাকৃতিক সৌন্দর্য। চারদিক জুড়ে বিশাল সব গাছের সারি পুরো এলাকা ঢেকে রেখেছে সবুজে। একের পর এক গ্রাম ও মফস্বল এলাকা যখন দ্রুত শহুরে রূপ নিচ্ছে, গাছ কেটে তৈরি হচ্ছে ইমারত, সেই প্রেক্ষাপটে নবদ্বীপের এই পোর্ট এখনও স্বমহিমায় দাঁড়িয়ে থাকা এক অন্যরকম শান্ত পরিবেশের ঠিকানা।
advertisement
5/6
আজও যখন বছরে দু-একটি জাহাজ ভিড়ে পোর্টে, তখন এলাকাবাসীর উৎসাহ বেড়ে যায় দ্বিগুণ। অনেকে দাঁড়িয়ে জাহাজ দেখা, ছবি তোলা বা অতীতের গল্প শোনার সুযোগ হাতছাড়া করেন না।
advertisement
6/6
নবদ্বীপের এই ছোট পোর্ট তাই শুধু একটি প্রশাসনিক বন্দর নয় এটি একদিকে ইতিহাসের স্মারক, অন্যদিকে আধুনিকতার মাঝেও টিকে থাকা নদিয়ার এক নীরব, মনোরম সবুজ আশ্রয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: নবদ্বীপের অদেখা ঐতিহ্য, কলকাতা পোর্ট ট্রাস্টের মতো আজও সক্রিয় এই ছোট বন্দর