TRENDING:

Nadia News: নবদ্বীপের অদেখা ঐতিহ্য, কলকাতা পোর্ট ট্রাস্টের মতো আজও সক্রিয় এই ছোট বন্দর

Last Updated:
নবদ্বীপের এই ছোট পোর্ট শুধু একটি প্রশাসনিক বন্দর নয় এটি একদিকে ইতিহাসের স্মারক, অন্যদিকে আধুনিকতার মাঝেও টিকে থাকা নদিয়ার এক নীরব, মনোরম সবুজ আশ্রয়।
advertisement
1/6
নবদ্বীপের অদেখা ঐতিহ্য, কলকাতা পোর্ট ট্রাস্টের মতো আজও সক্রিয় এই ছোট বন্দর
শুধু কলকাতাই নয়, নদিয়ার নবদ্বীপেও রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে একটি ছোট একটি ঐতিহাসিক পোর্ট বন্দর। বহু পুরনো এই বন্দরের সঙ্গে জড়িয়ে রয়েছে নবদ্বীপের সমুদ্রবাণিজ্যের স্মৃতি।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
একসময় বড় বড় বাণিজ্যিক জাহাজ কলকাতা অভিমুখে যাতায়াতের পথে এখানেই নোঙর ফেলত। সেই সব জাহাজের নাবিকেরা নবদ্বীপ শহরে নেমে বাজারে কেনাকাটা করতেন, স্থানীয়দের সঙ্গে গড়ে উঠত বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ। গঙ্গার পারে দাঁড়িয়ে থাকা এই পোর্ট তাই দীর্ঘদিন ধরে নদিয়ার বাণিজ্য-ঐতিহ্যের নীরব সাক্ষী।
advertisement
3/6
বর্তমানে আর আগের মতো জাহাজ দেখা যায় না ঠিকই, তবে বছরে দু-একটি ছোট ও মাঝারি আকারের সরকারি জাহাজ আজও আসে এই বন্দরে। এসব জাহাজ আসে মূলত সরকারি কাজকর্মের তদারকি ও পরিদর্শনের উদ্দেশ্যে।
advertisement
4/6
এই পোর্ট এলাকার অন্যতম বৈশিষ্ট্য তার প্রাকৃতিক সৌন্দর্য। চারদিক জুড়ে বিশাল সব গাছের সারি পুরো এলাকা ঢেকে রেখেছে সবুজে। একের পর এক গ্রাম ও মফস্বল এলাকা যখন দ্রুত শহুরে রূপ নিচ্ছে, গাছ কেটে তৈরি হচ্ছে ইমারত, সেই প্রেক্ষাপটে নবদ্বীপের এই পোর্ট এখনও স্বমহিমায় দাঁড়িয়ে থাকা এক অন্যরকম শান্ত পরিবেশের ঠিকানা।
advertisement
5/6
আজও যখন বছরে দু-একটি জাহাজ ভিড়ে পোর্টে, তখন এলাকাবাসীর উৎসাহ বেড়ে যায় দ্বিগুণ। অনেকে দাঁড়িয়ে জাহাজ দেখা, ছবি তোলা বা অতীতের গল্প শোনার সুযোগ হাতছাড়া করেন না।
advertisement
6/6
নবদ্বীপের এই ছোট পোর্ট তাই শুধু একটি প্রশাসনিক বন্দর নয় এটি একদিকে ইতিহাসের স্মারক, অন্যদিকে আধুনিকতার মাঝেও টিকে থাকা নদিয়ার এক নীরব, মনোরম সবুজ আশ্রয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: নবদ্বীপের অদেখা ঐতিহ্য, কলকাতা পোর্ট ট্রাস্টের মতো আজও সক্রিয় এই ছোট বন্দর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল