TRENDING:

Yoga Competition: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দশ দেশকে পেছনে ফেলে ভারতের নাম উজ্জ্বল করেছে চন্দননগরের মেয়ে

Last Updated:
West Bengal news: বাবা পুরসভার অস্থায়ী কর্মী, সিঙ্গাপুরে দশম যোগা প্রতিযোগিতায় চারটি সোনা জয়ী মেয়ের। গত ৬ জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি দশম যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরের।
advertisement
1/6
আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দশ দেশকে পেছনে ফেলে ভারতের নাম উজ্জ্বল করেছে চন্দননগরের মেয়ে
বাবা পুরসভার অস্থায়ী কর্মী, সিঙ্গাপুরে দশম যোগা প্রতিযোগিতায় চারটি সোনা জয়ী মেয়ের। গত ৬ জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি দশম যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরের। সেখানে চারটি ইভেন্টে সোনা ও একটি ইভেন্টে ব্রোঞ্জ জেতে হুগলির মানকুন্ডুর দু'নম্বর মহাডাঙ্গার সৃজা সাহা।
advertisement
2/6
সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা-সহ দশটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখানে ভারত থেকে ৩১ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। ট্র্যাডিশনালে সিলভার, আর্টিস্টিক শলো, রিদিমিক পেয়ার, অটিস্টিক পেয়ার, ফ্রি ফ্লোরে গোল্ড জিতেছে সৃজা। আর তার এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশীরা।
advertisement
3/6
সৃজার বয়স যখন সাত বছর তখন থেকেই খেলার প্রতি তার আগ্রহ ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক সাফল্য এনে দেয় তাকে। বর্তমানে বছর ১৫ সৃজা চন্দননগর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয় দশম শ্রেণীতে পড়াশোনা করছে। তার বাবা সুকান্ত সাহা চন্দননগর কর্পোরেশনের অস্থায়ী কর্মী ও মা নবনীতা সাহা গৃহবধূ।
advertisement
4/6
সৃজা ছোট থেকেই চন্দননগর হাটখোলা সপ্ত সম্মেলনিতে কোচ অমিত কুমার দাসের কাছে যোগাসন শেখে। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট বেঙ্গল ও ন্যাশনালে প্রতিযোগিতা একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে।
advertisement
5/6
২০২৪ সালের অক্টোবর মাসে ৪৯ তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পদক জয় করেছিল। ২০১৯ সালে ন'বছর বয়সে সাউথ কোরিয়ার নবম এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপেগিয়েছিল সেখানে তার প্রথম সোনা জয় ।
advertisement
6/6
তারপর থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক নজির সৃষ্টি করে এগিয়ে গিয়েছে সাফল্যের শীর্ষে । এ বছর দশম এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে সিঙ্গাপুরে অংশ নিয়েছিল। প্রতি পাঁচ বছর অন্তর হয় এই প্রতিযোগিতা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Yoga Competition: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দশ দেশকে পেছনে ফেলে ভারতের নাম উজ্জ্বল করেছে চন্দননগরের মেয়ে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল