TRENDING:

Toto: টোটোর বাড়বাড়ন্তের দিন শেষ! বিরাট সিদ্ধান্ত পরিবহণ দফতরের, শুনলে চমকে যাবেন

Last Updated:
Toto- রাস্তাঘাটে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা। রাস্তার তুলনায় রাস্তায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে! যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট! তবে আর বেশি দিন চলবে না এই অরাজকতা। টোটো বা ইরিক্সার দৌরাত্ম্য রুখতে তৎপর প্রশাসন।
advertisement
1/6
টোটোর বাড়বাড়ন্তের দিন শেষ! বিরাট সিদ্ধান্ত পরিবহণ দফতরের, শুনলে চমকে যাবেন
রাস্তাঘাটে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা। রাস্তার তুলনায় রাস্তায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে! যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট! তবে আর বেশি দিন চলবে না এই অরাজকতা। টোটো বা ইরিক্সার দৌরাত্ম্য রুখতে তৎপর প্রশাসন।
advertisement
2/6
বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দফতর। তবে রাস্তায় টোটো বন্ধ করা নয় বরং নির্দিষ্ট স্বীকৃতি দিয়ে রাস্তায় এবার চলবে টোটো। এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
advertisement
3/6
কিছু ব্যক্তি একাধিক টোটো কিনে সেগুলিকে রাস্তায় নামিয়েছে ভাড়া খাটাচ্ছে। তবে অপরদিকে এটাও ঠিক, টোটো আসার পর বেকারত্বের অনেকটা কমেছে। অনেকে টোটো চালিয়ে স্বনির্ভর করার উপায় খুঁজে পেয়েছেন। সর্বোপরি মানুষ ছোট রুটে যাতায়াতের জন্য এই গাড়ির উপর নির্ভর করছে।
advertisement
4/6
এবার টোটোকে বৈধ করার কাজ শুরু হবে। টোটোতে লাগানো হবে বিশেষ কিউআর কোড। সেই কিউআর কোড লাগানো টোটোই চলতে পারবে রাস্তায়। তার বাইরে যে সব টোটো চলবে সেগুলিকে বেআইনি বলে গণ্য করা হবে।
advertisement
5/6
এই বিষয়ে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, কল্যাণী, বর্ধমান, কোচবিহার-সহ বিভিন্ন এলাকায় টোটো যে পরিমাণে যানজট সৃষ্টি করছে, নিয়মে বাঁধতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি কিউআর কোড-সহ স্টিকার তৈরি করা হয়েছে। সেগুলি বিতরণের কাজ শুরু হবে।
advertisement
6/6
পরিবহন দফতরের তরফ থেকে সেই টোটোগুলিকে চিহ্নিত করে তাদেরকে কিউআর কোড লাগানো হবে। যার ফলে কিউআর কোড দিয়ে আইডেন্টিফাই করা যাবে টোটোগুলিকে। পরবর্তীতে বিভিন্ন জায়গার আরটিও-র সঙ্গে সংযুক্তিকরণ করা হবে টোটোগুলিকে।টোটোকে শৃঙ্খলায় আনতে এই পদক্ষেপ শুরু হবে খুব শীঘ্রই। এর ফলে রাস্তাঘাটে যানজট কমবে এবং টোটোগুলি মান্যতা পাবে। <strong>-রাহী হালদার</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Toto: টোটোর বাড়বাড়ন্তের দিন শেষ! বিরাট সিদ্ধান্ত পরিবহণ দফতরের, শুনলে চমকে যাবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল