বাইরে আসল, ভিতরে নকল ! উদ্ধার ১৬ লক্ষ টাকার নকল তেল ও প্রসাধনী সামগ্রী
Last Updated:
advertisement
1/11

নিজস্ব ছবি ৷
advertisement
2/11
নিজস্ব ছবি ৷
advertisement
3/11
নিজস্ব ছবি ৷
advertisement
4/11
নামী ব্র্যান্ডের মোড়ক। লোগোও হুবহু নামী ব্র্যান্ডের মত। ভিতরে অবশ্য ভেজাল পণ্য। নদিয়ার রানাঘাটের বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল তেল ও প্রসাধনী সামগ্রীর কারবার ।
advertisement
5/11
গোপন সূত্রে খবর পেয়ে একজনকে আটক করেছে পুলিশ। আনুমানিক ১৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে ।
advertisement
6/11
বাইরে থেকে দেখতে আসল। কিন্তু ভিতরে কি? নামী ব্র্যান্ডের লোগো দেখে বোঝার উপায় নেই, ভিতরে নাকি ভরতি ভেজাল সুগন্ধি তেল ।
advertisement
7/11
এমনকি প্রসাধনী সামগ্রীরও হুবহু নকল মোড়ক। নকল বলে চিনিয়ে না দিলে মনে হবে এক্কেবারে আসল।
advertisement
8/11
নদিয়ার রানাঘাটের বড়বাজারের খেয়াঘাট লেনে বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল তেল ও প্রসাধনী সামগ্রীর কারবার। রানাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ৷
advertisement
9/11
ধানতলার বরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা শিবু সাউ নামে এক ব্যক্তি ভেজাল তেলের কারবার চালাচ্ছে ৷
advertisement
10/11
বাড়ি মালিকের দাবি, তিনিও ভেজাল তেলের কারবার নিয়ে কিছু জানতেন না। টের পাননি স্থানীয় বাসিন্দারাও।
advertisement
11/11
এর আগেও একাধিকবার নদিয়ায় ভেজাল তেলের কারবারের হদিশ মিলেছে। আগের চক্রের সঙ্গে এই চক্রের কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।