TRENDING:

Russle Viper Snake : বিষাক্ত চন্দ্রবোড়া সাপের উৎপাত! নবদ্বীপে আতঙ্ক, কোথা থেকে এল এই 'বিপদ'!

Last Updated:
Russle Viper- পোর্ট এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, একসময় এই সমস্ত এলাকাতে বিষাক্ত চন্দ্রবোড়া সাপের উপদ্রব ছিল না বললেই চলে। তারা জানান, প্রথম চন্দ্রবোড়া সাপের উপদ্রব লক্ষ্য করেন এই পোর্ট এলাকাতেই।
advertisement
1/6
নবদ্বীপের বিভিন্ন জায়গায় বিষাক্ত চন্দ্রবোড়ার উপদ্রব! এমন ভয়ঙ্কর সাপ এল কোথা থেকে!
নবদ্বীপের স্বরুপগঞ্জ ঘাটের সন্নিকটে যে পোর্ট এলাকা রয়েছে একসময় সেই পোর্টে নৌকা কিংবা জাহাজের ছিল রমরমা। ভিন জেলা কিংবা জেলা ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও জাহাজ আসতো এই পোর্টে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে আজ সেই পোর্ট এলাকা জঙ্গলে ভরা জাহাজ কিংবা লঞ্চের দেখাও খুব একটা মেলে না। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
পোর্ট এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, একসময় এই সমস্ত এলাকাতে বিষাক্ত চন্দ্রবোড়া সাপের উপদ্রব ছিল না বললেই চলে। তারা জানান, প্রথম চন্দ্রবোড়া সাপের উপদ্রব লক্ষ্য করেন এই পোর্ট এলাকাতেই। তবে এখানেই আসছে প্রশ্ন, কীভাবে সেই পোর্ট এলাকায় এল চন্দ্রবোড়া সাপ?
advertisement
3/6
স্থানীয় বাসিন্দা হারাধন দেবনাথ জানান, সুন্দরবন এবং বিভিন্ন জেলা ও রাজ্য থেকে জাহাজ আসত একসময় এই পোর্টে। কোনও কারণে সেই জাহাজে করেই হয়তো এসে গিয়েছিল বিষাক্ত চন্দ্রবোড়া সাপ।
advertisement
4/6
জাহাজ পোর্ট এলাকাতে আসতেই সেই সাপ হয়তো কোনভাবে নেমে পড়ে পোর্ট এলাকার জঙ্গলে ঢুকে পড়ে। এবং সেখান থেকেই বংশবিস্তার করে এই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ।
advertisement
5/6
পরবর্তীকালে ২০০০ সালের বন্যার জলের সঙ্গে ছড়িয়ে পড়ে সেই সাপ। একসময় পোর্ট এলাকা সম্পূর্ণরূপে পরিষ্কার করার ফলেও সেই সাপ নিজেদের প্রাণ বাঁচাতে ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। সেই থেকেই এলাকায় উপদ্রব হয় চন্দ্রবোড়া সাপের, এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের।
advertisement
6/6
উল্লেখ্য, চন্দ্রবোড়া সাপ ভারতবর্ষের অন্যতম বিষধর একটি সাপের প্রজাতি। অন্যান্য সাপের মতো এটি ডিম পারে না, সরাসরি বাচ্চার জন্ম দিতে পারে। একসঙ্গে ৩০ থেকে ৪০ টা পর্যন্ত এই সাপ বাচ্চার জন্ম দেয় বলে জানা গিয়েছে। এই সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো জরুরি বলে জানান চিকিৎসকেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Russle Viper Snake : বিষাক্ত চন্দ্রবোড়া সাপের উৎপাত! নবদ্বীপে আতঙ্ক, কোথা থেকে এল এই 'বিপদ'!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল