ধীরেধীরে কমছে শীতের প্রভাব! দক্ষিণের জেলাগুলিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ, রইল 'আপডেট'
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
পুরুলিয়াতে শীতের প্রভাব কমতে দেখা যাচ্ছে। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে রোজই। বিগত বেশ কিছুদিনে জেলা পুরুলিয়াতে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/6

শীতের আমেজ উধাও হয়েছে। বেড়েছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ক্রমাগতই তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
2/6
আপাতত প্রবল শীতের প্রভাব থাকবে না দক্ষিণে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা থাকার কথা রয়েছে।
advertisement
3/6
পুরুলিয়াতে শীতের প্রভাব কমতে দেখা যাচ্ছে। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে রোজই। বিগত বেশ কিছুদিনে জেলা পুরুলিয়াতে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/6
সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে।
advertisement
5/6
অপরদিকে উত্তরের জেলাগুলিতে শীতের প্রভাব বাড়ছে ক্রমশ। উত্তরে শীতের আমেজ রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে পূর্বাভাস মিলেছে।
advertisement
6/6
তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। সকালের দিকে কুয়াশা বেশি থাকবে। তবে বেলা বাড়তে রোদের তেজ বাড়বে। আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ধীরেধীরে কমছে শীতের প্রভাব! দক্ষিণের জেলাগুলিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ, রইল 'আপডেট'