বাবার স্মৃতি, শৈশবের টান! এ কোথায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ২০০ বছরের পুরনো সেই ইতিহাস
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Mamata Banerjee: এক গুচ্ছ কর্মসূচি নিয়ে বীরভূমের মাটিতে মুখ্যমন্ত্রী,কী করলেন তিনি? গ্রামের ‘মন্দিরতলা পাড়া’ এখন সেজে উঠেছে উৎসবের সাজে। আলোকসজ্জা, রং, পরিস্কার-পরিচ্ছন্নতা সবেতেই ব্যস্ত স্থানীয় বাসিন্দারা।
advertisement
1/5

লাল মাটির জেলা বীরভূমের বোলপুর শহরে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন তিনি পদযাত্রা করার পর বোলপুর শহরে সভা করেন। প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে তিনি পদযাত্রা করেন। অন্য দিকে রামপুরহাট ১ নম্বর ব্লকের চাকাইপুরে তৈরি হল এক আবেগঘন মুহূর্তের আবহ।
advertisement
2/5
বহু পুরনো দুর্গামন্দিরের নব ভাবে উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরটি শুধুমাত্র এক ধর্মস্থল নয় এটি মুখ্যমন্ত্রীর বাবার স্মৃতি, তাঁর শৈশবের টান, এবং জন্মভিটার ইতিহাস বহন করছে। জানা গিয়েছে, মন্দিরটি প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো। বহু বছর ধরে এখানে পুজো করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বাবা, প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/5
গ্রামবাসীদের কাছে তিনি ছিলেন এক শ্রদ্ধেয় পুরোহিত এবং কাছের মানুষ। সেই ধারাবাহিকতা আজও বজায় রেখেছে চাকাইপুরের মানুষ। মন্দির চত্বরে দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো সহ একাধিক উৎসব প্রতি বছর পালন করা হয়। নিত্য দিন পূজিত হয় পঞ্চদেবী। গ্রামের ‘মন্দিরতলা পাড়া’ এখন সেজে উঠেছে উৎসবের সাজে। আলোকসজ্জা, রং, পরিস্কার-পরিচ্ছন্নতা সবেতেই ব্যস্ত স্থানীয় বাসিন্দারা।
advertisement
4/5
আনুমানিক প্রায় ৫৫ লক্ষ টাকার খরচে মন্দিরটির সংস্কার ও পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের দিন মন্দিরে প্রতিষ্ঠা পাবে দুর্গার শিলামূর্তি। একুশে জুলাইয়ের পরদিন মুখ্যমন্ত্রীর বউদি পম্পা মুখোপাধ্যায়-সহ চার সদস্যের একটি দল কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
advertisement
5/5
তখনই তিনি আশ্বাস দেন, সম্ভব হলে তিনি নিজে উপস্থিত থাকবেন, না হলে ভার্চুয়ালি অংশ নেবেন এই উদ্বোধনে। মন্দির কমিটির সম্পাদক সুদীপ সাহা বলেন, "এই মন্দির আমাদের ইতিহাস, আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে। এখানেই দিদির শৈশব কেটেছে।" স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাজো সাজো রব বীরভূম জুড়ে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাবার স্মৃতি, শৈশবের টান! এ কোথায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ২০০ বছরের পুরনো সেই ইতিহাস