Unique Village: ১০-১২ কেজির এই বিশালাকৃতি এই ফল, নাম নাকি ডুগডুগি, শুধু পাওয়া যায় বাংলার এই গ্রামে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: ১০০ বছর ধরে প্রায় ১০ কেজি ওজনের দীর্ঘাকৃতির ফল হয় আমডাঙার গাছে, জানেন নাম!
advertisement
1/7

গোল সবুজ বলের মত আকার। দেখতে অনেকটা বেলের মত হলেও কিন্তু বেল নয়। অদ্ভুত এক ফল। যার সঠিক নাম অনেকেরই জানেনা। কেউ বলেন তানপুরা ফল, কেউ বলেন ডুগডুগি ফল, আবার কেউ বলে থাকেন মহাবেল বা দশবেল।
advertisement
2/7
উত্তর ২৪ পরগনা আমডাঙ্গা ব্লকের বহিছগাছি এলাকায় এমনই গাছ রয়েছে ১০০ বছরের বেশি সময় ধরে। ইংরেজিতে এই ফলের নাম Calabash (কেলাবাস)। আমডাঙ্গা বৈইছগাছিয়া এলাকায় এই গাছ এবং ফল দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই অদ্ভুত ফল দেখলেই দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করেন অনেকে। গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন সাহেবের ভিটেয় এই গাছ তাঁর পিতা বসিয়েছিলেন বলেই জানান।
advertisement
3/7
একটি ফলের সর্বোচ্চ ওজন ১০-১২ কেজি হয়, যা এক হাতে ধরে রাখা সহজ ব্যাপার নয়। বেলের মত দেখতে এবং একটা বেলের দশগুণ বড়, তাই এই ফল কে গ্রামের সবাই দশবেল বলেই জানেন। ফল পেকে গেলে তার খোল এতটাই শক্ত হয়ে যায়, যা সহজে ভাঙা যায় না। আর তাই জানা যায় এই অদ্ভুত ফলের খোল দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়। সেন্ট লুইসা দেশের জাতীয় গাছ এই CALABASH।
advertisement
4/7
গিয়াসউদ্দিন সাহেব জানান, তিনি বাংলাদেশ সহ দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন কিন্তু এমন গাছ বা ফল কোনওদিন নজরে আসেনি তার। কেউ কেউ বলে এই ফল বিষাক্ত। কিন্তু গিয়াসউদ্দিন সাহেব এই ফল গরু, ছাগলকে কেটে প্রায়ই দিয়েছেন, কোন সমস্যা হয়নি বলেও জানান। এমনকি নিজেও কেটে খেয়েছেন তিনি। স্বাদ অনেকটা আপেলের মত মিষ্টি এবং বালি বালি।
advertisement
5/7
গ্রামের মানুষ এই ফল নিয়ে গর্বিত, কারণ এই ফলের জন্যই গ্রামকে আজ সকলে চেনেন। ফলগুলি হওয়ার সময় প্রথমে কুঁড়ি আসে, তারপর সেখান থেকে ধুতরা ফুলের মত ফুল হয়। সেখান থেকে ফল। গরমের সময় এই ফল বেশি হয়। তবে সারাবছরই ফল থাকে গাছে।
advertisement
6/7
তানপুরা ফল, ডুগডুগি ফল, দশবেল, মহাবেল যাই বলুনা কেন, আসলে এই অদ্ভুত দর্শন ফলের সঠিক ব্যবহার কেউই জানেন না এলাকায়। সেন্ট লুইসা দেশের জাতীয় গাছ হলেও, আমেরিকার উষ্ণ অঞ্চলের এটি একটি স্বাভাবিক গাছ বলে মত অনেকের। তবে আমাদের দেশে তেমনভাবে দেখা যায় না এই গাছ।
advertisement
7/7
গিয়াসউদ্দিন সাহেব চান এই গাছ তাঁর বাড়িতে আজীবন থাকুক, কারণ এই গাছের সঙ্গে তার পিতার স্মৃতি জড়িয়ে আছে। বহু মানুষ এখন এই দশ মহাবেল দেখতে জমান এলাকায়। Input- Rudra Narayan Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Unique Village: ১০-১২ কেজির এই বিশালাকৃতি এই ফল, নাম নাকি ডুগডুগি, শুধু পাওয়া যায় বাংলার এই গ্রামে