Nadia News: বসুধা জাহ্নবী শ্রীপাটে জগন্নাথ দেবের স্নানযাত্রা! জড়িয়ে রয়েছে ৫৫০ বছর আগের ইতিহাস
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Nadia- কথিত আছে, আজ থেকে ৫৫০ বছর আগে নিমাই সন্ন্যাস নেওয়ার জন্য এই সুখ সাগর রোড ধরে শ্রীহট্টে গিয়েছিলেন (শ্রীহট্টের বর্তমান নাম হালিশহর) মাধবেন্দ্রপুরীর ভাইপো ঈশ্বরী পুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য।
advertisement
1/6

বসুধা জাহৃবী শ্রীপাটের নাম শুনেছেন? এই স্থানেরও রয়েছে বিশেষ এক কাহিনী যা জড়িত রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে। বসুধা জাহৃবী শ্রীপাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল এদিন সকালে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
কথিত আছে, আজ থেকে ৫৫০ বছর আগে নিমাই সন্ন্যাস নেওয়ার জন্য এই সুখ সাগর রোড ধরে শ্রীহট্টে গিয়েছিলেন (শ্রীহট্টের বর্তমান নাম হালিশহর) মাধবেন্দ্রপুরীর ভাইপো ঈশ্বরী পুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য।
advertisement
3/6
পরবর্তীতে নিত্যানন্দ নিমাইকে খুঁজতে এই সুখ সাগর রোড ধরে চাদুরের ঘাটের কাছে আসেন নিজেও হাতে প্রতিষ্ঠা করেন বহু প্রাচীন শালগ্রাম শিলা যা আজও বর্তমান এবং বসুধা জাহৃবী শ্রীপাট।
advertisement
4/6
তার অনেক পরে সুখ সাগর মহাকুমা গঙ্গাবক্ষে যখন বিলীন হয়ে যায়, সেখানকার গৃহদেবতা জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভাসতে ভাসতে চাদুরিয়া ঘাটের কাছে তেঁতুলতলা গাছে শিকড়ে বেঁধে যায়।
advertisement
5/6
আখড়া সাধু গঙ্গার থেকে উদ্ধার করে এই চাঁদুরিয়া ঘাটের কাছে প্রতিষ্ঠা করেন। পরবর্তী ক্ষেত্রে এই পুজো চট্টোপাধ্যায় পরিবাররা সেই থেকে একভাবে পুজো করে আসছেন।
advertisement
6/6
জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান ছাড়াও জন্মাষ্টমী এবং বাদবাকি সবই উৎসব পালন করা হয় এখানে মহাসমারোহে, এবং ভক্তরাও আসেন ভক্তি সহকারে বিগ্রহ দর্শন করার জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: বসুধা জাহ্নবী শ্রীপাটে জগন্নাথ দেবের স্নানযাত্রা! জড়িয়ে রয়েছে ৫৫০ বছর আগের ইতিহাস