Thakurnagar Mela Viral Narkel Baba: মতুয়া মেলায় ভাইরাল মহারাষ্ট্র থেকে আসা এই নারকেল বাবা, কে তিনি! কী করতে এসেছেন জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Thakurnagar Mela Viral Narkel Baba: মতুয়া মেলায় ভাইরাল মহারাষ্ট্র থেকে আসা এই নারকেল বাবা, কে তিনি! তাঁর দাবি শুনলে চমকে যাবেন।
advertisement
1/6

মতুয়াদের বারুণী মেলায় ভাইরাল নারকেল বাবা, ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায় দেখা মিলছে এই ভক্তের, অনেকেই তাঁর সঙ্গে সেলফিও তুলছেন।
advertisement
2/6
মহারাষ্ট্রের চন্দ্রপুর গুরুচাঁদ নগর থেকে ঠাকুরনগরে এসেছেন রাখাল সরকার। বিগত প্রায় পাঁচ বছর ধরেই তিনি আসেন মেলায় বলে জানান।
advertisement
3/6
গলায় ঝোলানো বড় নারকেলের মালার কারণেই তাঁকে নারকেল বাবা বলে এক ডাকে চিনছেন সকলে। ঠাকুরবাড়ির চারদিকেই যত্রতত্র দেখা মিলছে তাঁর
advertisement
4/6
নারকেলের মালার পাশাপাশি হাতে পরা বেশ কয়েকটি শাখা ও কানে রয়েছে দুল। গুরুচাঁদ ঠাকুরের আদেশেই তিনি তা পড়েন বলেও জানালেন।
advertisement
5/6
এবার পুন্যস্নানে এসেছেন বিশেষ কারণ নিয়েই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নারীদের সম্মানহানি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কামনা করেই কামনা সাগরে ডুব দিয়েছেন বলেই জানান নারকেল বাবা।
advertisement
6/6
কামনা সাগরে ডুব দিলে পবিত্র হয়ে ওঠে, মন শান্ত হয়ে যায়। তবে মেলায় আসা অন্যান্য বিভিন্ন বয়সের ভক্তদের তিনি বলছেন নিজের মা-বাবাকে ভক্তি সম্মান করার কথা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পাশাপাশি তারাই যে আসল গুরু
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Thakurnagar Mela Viral Narkel Baba: মতুয়া মেলায় ভাইরাল মহারাষ্ট্র থেকে আসা এই নারকেল বাবা, কে তিনি! কী করতে এসেছেন জানেন?