TRENDING:

Terracotta Village: বাঁকুড়ার টেরাকোটা স্পেশালিষ্ট 'পাঁচমুড়া'! 'মুড়া'তেই লুকিয়ে রয়েছে সব আটঘাট

Last Updated:
পুরানো এবং বর্ধিষ্ণু ও টেরাকোটা শিল্পীদের গ্রাম হল পাঁচমুড়া। খাতড়া মহকুমার তালডাংরা ব্লকের পাঁচমুড়া 'টেরাকোটা' গ্রাম।
advertisement
1/6
বাঁকুড়ার টেরাকোটা স্পেশালিষ্ট 'পাঁচমুড়া'! 'মুড়া'তেই লুকিয়ে রয়েছে সব আটঘাট
পুরানো এবং বর্ধিষ্ণু ও টেরাকোটা শিল্পীদের গ্রাম হল পাঁচমুড়া। খাতড়া মহকুমার তালডাংরা ব্লকের পাঁচমুড়া 'টেরাকোটা' গ্রাম।
advertisement
2/6
দেউলভিড়া, আধকড়া, রাধানগর, কানাইপুর, জয়পুর পাঁচমুড়ার পাশাপাশি রয়েছে এই পাঁচ মৌজা। অনেকেরই বিশ্বাস পাঁচমুড়ার নামকরণও সেই কারণেই এমনটা। পাঁচটি মাথা অর্থাৎ স্থানীয় ভাষায় যাকে 'মুড়া' বলে।
advertisement
3/6
তবে নামকরণের স্বার্থকতার চেয়ে শৈল্পিক স্বার্থকতা বিপুল এই গ্রামের। মৃৎশিল্পীদের গ্রাম হিসেবে তালডাংরার পাঁচমুড়া গ্রামের নাম-ডাক সর্বত্র ছড়িয়েছে। বাঁকুড়ার পরিচিতি, মাটির হাতি, ঘোড়া, মনসার চালি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও গৃহসজ্জার নানান সামগ্রী, মাটি দিয়ে এই সব কাজ করতেই সিদ্ধহস্ত শিল্পীরা। পাঁচমুড়ার টেরাকোটা পেয়েছে জিআই স্বীকৃতি।
advertisement
4/6
এই মুহূর্তে গ্রামে প্রায় ৮০ টি কুম্ভকার পরিবার রয়েছে। প্রত্যেকেই টেরাকোটা শিল্পের সঙ্গে যুক্ত। মৃৎশিল্পী সমবায় সমিতি রয়েছে গ্রামের প্রাণকেন্দ্রে। মৃৎ শিল্পী বলেন, পাঁচমুড়ার মাটি অনেক বেশি টেকসই। অন্যান্য মাটি কিছুদিন পর ভঙ্গুর হয়ে পড়ে। তবে পাঁচমুড়ার মাটিতে রয়েছে অসাধারণ বাইন্ডিং কোয়ালিটি।
advertisement
5/6
শিল্পী রাসবিহারী কুম্ভকার রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন ১৯৬৯ সালে। স্বাভাবিকভাবেই শিল্পের প্রতি আগ্রহ বেড়ে যায় পাঁচমুড়ার মানুষদের। এর পরে একাধিক শিল্পী ভারত সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
advertisement
6/6
বাঁকুড়ার হাতি, ঘোড়া, নাম তার জগৎ জোড়া। বাঁকুড়া জেলার হাতি ঘোড়ার ঐতিহ্য ধরে রাখার নেপথ্যে এই গ্রামের ভূমিকা অপরিসীম। তিনটি পাড়ায় বিভক্ত এই মৃৎশিল্পী পরিবারগুলি। মূল জীবিকা পোড়া মাটির শিল্প দ্রব্য তৈরি করা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Terracotta Village: বাঁকুড়ার টেরাকোটা স্পেশালিষ্ট 'পাঁচমুড়া'! 'মুড়া'তেই লুকিয়ে রয়েছে সব আটঘাট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল