Weather Forecast: আজ রেকর্ড গরম, ৪০ পেরিয়ে ৪১ হল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আপাতত পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলেই পূর্বাভাস। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/7

রাজ্যের মধ্যে রেকর্ড তাপমাত্রা বাঁকুড়ায়। ৪০ পেরিয়ে ৪১ এ বাঁকুড়ায়। তাপপ্রবাহ চলবে ২০ এপ্রিল পর্যন্ত। গরমে নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলাবাসীর। কঠোর সূর্যের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। বেলা দশটার পর থেকেই শুরু হচ্ছে সূর্যের তান্ডব। রেহাই পেতে একপ্রকার গৃহবন্দী হয়েছে সাধারণ মানুষ।
advertisement
2/7
ভয়ঙ্কর তাপপ্রবাহ এবং দাবদাহের শিকার এখন বাঁকুড়া জেলা। তার মধ্যেই আজ বৃহষ্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪১ ছুঁলো বাঁকুড়া জেলায়। চলতি সপ্তাহ জুড়ে এক ডিগ্রি দুই ডিগ্রি করে বাড়তে থাকছিল তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/7
এই প্রচন্ড দাবদাহের হাত থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষ? আর বৃষ্টিই বা কবে আসবে? থেকে যাচ্ছে প্রশ্ন। এদিন সর্বনিম্ন তাপমাত্রা অন্যান্য দিনের থেকে একটু কম থাকায় সকাল থেকে মনোরম আবহাওয়া অনুভূত হয়। তবে বেলা বাড়তেই পাল্টে যাবে সমীকরণ। প্রখর দাবদাহে পুড়বে বাঁকুড়ার রাঙ্গামাটি , তার সঙ্গে প্রাণ ওষ্ঠাগত করতে আছেই তাপপ্রবাহ।
advertisement
4/7
বেলা দশটার পর থেকে মুখ চোখ উন্মুক্ত করে রাস্তায় বেরোনো দায়। শরীরে অনুভূত হচ্ছে প্রচন্ড উত্তাপ। যেন গরম চুল্লির মধ্যে প্রবেশ করেছে সমগ্র জেলা। চোখে কালো চশমা এবং মুখ চোখ ঢেকে বেরোনোর উপদেশ বিশেষজ্ঞের। বায়ুতে কমে গেছে আদ্রতার পরিমাণ, একটু একটু করে নামতে নামতে এদিন ৩১ শতাংশ সূচক। এক প্রকার শুষ্ক গরমের মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা। দানা বেঁধেছে বিবিধ শারীরিক সমস্যা যেমন, নাক দিয়ে রক্ত পড়া, মাথা ঘুরে যাওয়া, বমি হওয়া, মাথা ব্যাথা এবং সান স্ট্রোক। এখন অপেক্ষা শুধু বৃষ্টির। বাঁকুড়ার মানুষ ঊর্ধ্ব গগনে চাতক পাখির মত বৃষ্টির জন্য তাকিয়ে আছে। তবে আপাতত পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে বলেই পূর্বাভাস।
advertisement
5/7
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা ছড়িয়ে যাবে ৪৫ ডিগ্রিরও বেশি। বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
6/7
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে তে বাইশ মিনিটে এবং আবহাওয়া ছিল মনোরম। সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে এক মিনিটে। এদিন অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। বাড়িতে আদ্রতার পরিমাণ মাত্র ৩১ শতাংশ। উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে ৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে গরম বাতাস। বাঁকুড়ার বায়ুর গুণগতমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে এ দিন। বাঁকুড়ার এয়ার ইনডেক্স সুচক ২৫৯, এর সাধারণ মান হওয়া উচিত ছিল ৫০ এর নিচে।
advertisement
7/7
সার্বিকভাবে পরিস্থিতি খুবই খারাপ বাঁকুড়া জেলায়। প্রচন্ড তাপপ্রবাহ এবং আকস্মিক গরম এক প্রকার ঘরবন্দী করে দিয়েছে সমগ্র জেলাকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Forecast: আজ রেকর্ড গরম, ৪০ পেরিয়ে ৪১ হল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?