TRENDING:

Telangana Factory Explosion: কতটা জোড়াল ছিল বিস্ফোরণ...! তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে কালো পলিথিনে মুড়ে এল মুর্শিদাবাদের শ্রমিকের দেহ

Last Updated:
Telangana Factory Explosion: তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
advertisement
1/7
কতটা জোড়াল ছিল বিস্ফোরণ...! তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে কালো পলিথিনে মুড়ে এল মুর্শিদাবাদ
তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছেন যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে এই রাজ্যের ছ'জন রয়েছেন। তার মধ্যে একজনের দেহ এসে পৌঁছল মুর্শিদাবাদের খড়গ্রামে।
advertisement
2/7
জানা গিয়েছে, ঘটনার সময় কারখানায় ১০৮ জন শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণে ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ১৫ টিরও বেশি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশার শ্রমিক। এছাড়াও আছেন এই রাজ্যের ছ'জন শ্রমিক।
advertisement
3/7
তখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৮:০০। ফ্যাক্টরির সাইরেন বাজে রাত্রির ডিউটি শেষ হয় এবং সকালের ডিউটি ধরার জন্য স্টাফেরা ধীরে ধীরে ঢুকতে থাকেন ফ্যাক্টরির ভিতর। কিন্তু কে জানত যে যেসব শ্রমিকেরা সবেমাত্র ফ্যাক্টরির বাইরে যাচ্ছেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন।
advertisement
4/7
যাঁরা ভিতরে যাচ্ছেন তাঁরা নিজেদের অজান্তেই পরিবারকে শেষ বিদায় জানিয়ে চলে যাচ্ছেন মৃত্যুর মুখ। আচমকা, একটি বিভৎস ধামাকার আওয়াজ এবং চারপাশ ভরে যায় কালো অন্ধকার ধোঁয়ায়। কিছু মুহূর্তের জন্য সবাই নিশ্চুপ,কেউ কিছুই বুঝে উঠতে পারে না।
advertisement
5/7
সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার অন্তর্গত শিগাচি ইন্ডাস্ট্রির ক্যামিকেল প্লান্ট ফ্যাক্টরিতে এই ভয়ানক ক্যামিকেল বিষ্ফোরণ ঘটে এবং এখনও পর্যন্ত প্রায় ৩৫ জন প্রাণ হারিয়েছেন।
advertisement
6/7
ঘটনা সূত্রে জানা যায়, এখানে প্রায় ২৩০ জন শ্রমিক কাজ করতেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গের প্রায় ছ'জন শ্রমিক প্রাণ হারান। তাঁদের মধ্যে একজন মুর্শিদাবাদের খড়গ্ৰাম থানার অন্তর্গত পারুলিয়া গ্ৰাম পঞ্চায়েতের পলাশী গ্ৰামের বাসিন্দা অজয় মন্ডল।
advertisement
7/7
অজয় মন্ডল পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেই তেলেঙ্গানায় গিয়েছিলেন কাজের উদ্দেশ্য। বিস্ফোরণে তার মৃত্যুতে শোকের পাথর গোটা গ্রাম সহ পরিবার। আজকে দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবারের সদস্যরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Telangana Factory Explosion: কতটা জোড়াল ছিল বিস্ফোরণ...! তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে কালো পলিথিনে মুড়ে এল মুর্শিদাবাদের শ্রমিকের দেহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল