হাতের 'ট্যাটু' চিনিয়ে দিল বাড়ি, বন্ধু-বেশী 'খুনিদের'...! রামনগরে হাড়হিম কাণ্ড, পুলিশের জালে ৩
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
রামনগর থানার পুলিশ রাজীব দাসের খুনের রহস্য উন্মোচন করেছে. তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে. রাজীবকে গলা কেটে হত্যা করা হয়েছিল. আদালত তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে.
advertisement
1/6

রামনগর: মাথা কাটা লাশের রহস্য উন্মোচন করলো পুলিশ। বন্ধুর হাতেই খুন হতে হয়েছিল ওই ব্যক্তিকে। শুক্রবার রাতে রামনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এই খুনের সঙ্গে যুক্ত তিন বন্ধুকে গ্রেফতার করেছে। এরপর শনিবার তাদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। Representative Image
advertisement
2/6
উল্লেখ্য, গত ৯ মে সন্ধ্যায় রামনগর থানার পালধূই গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের একটি জঙ্গল থেকে মাথা কাটা পচা গলা লাশ উদ্ধার হয়। এরপরের দিন জঙ্গলের বেশকিছুটা দূরে উদ্ধার হয় 'মাথা'। সেই ঘটনার তদন্তে নেমে রামনগর থানার পুলিশ অবশেষে সব রহস্য উদঘাটন করল। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজীব দাস(২০)। তার বাড়ি দিঘা থানার মন্ডোলা গ্রামে। Representative Image
advertisement
3/6
মৃতের হাতের ট্যাটুর সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে মৃত রাজীবের তিন বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। তারা হল মন্ডলার সোমনাথ দাস, রামনগরের বারাঙ্গার শেখ সামিউল ইসলাম ও হামিরপুরের রাজীব বর। জানা গিয়েছে এরা সকলেই সমবয়সি বন্ধু। Representative Image
advertisement
4/6
গত ৫ তারিখ রাতে কয়েকজন বন্ধু মিলে গোবিন্দপুরের ওই জঙ্গলে মদ্যপানের আসর বসায়। সেখানেই রাজীবকে প্রথমে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে তার বন্ধুরা। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাংস কাটার ছুরি দিয়ে গলা কাটা হয়। পরে তার মাথা ও দেহ জঙ্গলের মধ্যে পুঁতে দেয় তারা। পরে জঙ্গলের শেয়াল-কুকুর মাটি খুঁড়ে দেহ বের করে বলে পুলিশের অনুমান। Representative Image
advertisement
5/6
সেই ঘটনায় পুলিশ পরে মৃতদেহের হাতে থাকা ট্যাটুর সূত্র ধরে মৃতের বাড়ি পর্যন্ত পৌঁছয়। সেখানে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে ওই বন্ধুদের নাম জানতে পারে। পরে পুলিশ তাদের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার রাতে গ্রেফতার করে। Representative Image
advertisement
6/6
এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িয়ে রয়েছে বলে পুলিশের অনুমান। তবে কি কারণে এই খুন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, “আমরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছি। খুনের কারণ জানার চেষ্টা চলছে। গোটা ঘটনায় তদন্ত চলছে।পঙ্কজ দাশরথী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হাতের 'ট্যাটু' চিনিয়ে দিল বাড়ি, বন্ধু-বেশী 'খুনিদের'...! রামনগরে হাড়হিম কাণ্ড, পুলিশের জালে ৩