সাতসকালেই 'অ্যাকশন'! বহরমপুরের বাজারে হাজির টাস্ক ফোর্স-মহকুমা শাসক, হঠাৎ কী হল?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Vegetables Price: অভিযোগ, বর্ষার মরশুমে ফের লাগামহীনভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটছে। বিশেষত শহরের বিভিন্ন সবজি বাজারে এমনটা হচ্ছে বলে অভিযোগ
advertisement
1/7

<strong>মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ</strong> পুজোর আগে সবজির দাম কেমন? গত বছরের থেকে এই বছর সবজির দাম বৃদ্ধি হয়েছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখতে শুক্রবার সাতসকালে বহরমপুর শহরের নতুন বাজারে নামলেন টাস্ক ফোর্স ও মহকুমা শাসক।
advertisement
2/7
গত বছরের তুলনায় এই বছর দাম কম রয়েছে। অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজ না যাওয়ার কারণে বহরমপুরে পেঁয়াজ থেকে যাচ্ছে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
3/7
জনসাধারণের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শুক্রবার সাতসকালে বহরমপুরের নতুন বাজারের (পাইকারি হাট) সবজি বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও প্রশাসনিক দফতরের আধিকারিকরা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
4/7
অভিযোগ, বর্ষার মরশুমে ফের লাগামহীনভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটছে। বিশেষ করে শহরের বিভিন্ন সবজি বাজারে এমনটা হচ্ছে বলে অভিযোগ। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
5/7
মূলত জনসাধারণের কাছ থেকে পাওয়া এই অভিযোগের সত্যতা যাচাই করতে এদিন সকালে শহরের নতুন বাজারে (পাইকারি হাট) হানা দেন জেলা প্রশাসনিক দফতরের আধিকারিকরা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
6/7
পাইকারি বাজারে পৌঁছে প্রথমে জিনিসপত্রের দাম যাচাই করেন তাঁরা। পাশাপাশি অন্যায়ভাবে বা ইচ্ছে অনুসারে জিনিসপত্রের দাম যাতে না নেওয়া হয়, সেই বিষয়ে সবজি বাজারের বিক্রেতাদের উদ্দেশে রীতিমতো নির্দেশ জারি করা হয়। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
7/7
অন্যথায় সেই সমস্ত বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও গতবারের তুলনায় এই বছর বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে বলে জানান সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সাতসকালেই 'অ্যাকশন'! বহরমপুরের বাজারে হাজির টাস্ক ফোর্স-মহকুমা শাসক, হঠাৎ কী হল?