Tarapith: তারাপীঠে ভুলেও পরে যাবেন না 'এই' পোশাকগুলির একটিও, মন্দিরে ঢুকতে দেবে না কোনওভাবেই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Temple Dress Code: তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম, তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না। কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেই ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে।
advertisement
1/7

*সাধক বামাক্ষ্যাপার তীর্থভূমি পূর্ণভূমি বীরভূমের তারাপীঠ। তারামা তারাপীঠের আদি দেবী, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে কোনও মনস্কামনা নিয়ে পুজো করলে তাদের সেই মনষ্কামনা পূর্ণ হয়।অসাধ্য সাধন হয় এই তারাপীঠ মন্দির এলে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্ন্যাসীরা ছুটে আসেন বিশেষ মনস্কামনা নিয়ে যজ্ঞ করতে। শুধু তাই নয়, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার মন্দিরে পুজো দিলে, মা তারা সকলের মনের ইচ্ছা পূরণ করে। আর সেই কারণেই প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে কয়েক হাজার ভক্ত পর্যটকদের সমাগম হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*বিশেষ করে অমাবস্যা তিথি উপলক্ষে সেই সংখ্যাটা বেড়ে যায় আরও কয়েকগুণ। তবে এই তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম, তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না।কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেই ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*কিন্তু এবার কঠোরভাবে সেই নিয়ম চালু করা হলো।মন্দিরের প্রবেশ করতে গেলে আপনি স্বল্প পোশাক পরে এলে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয় কোনও গামছা অথবা লুঙ্গি ও বারমুন্ডা পরিধান করে মন্দিরে ভেতর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*তারাপীঠ মন্দিরের এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান, "মন্দির একটি পবিত্র জায়গা আর সেই কারণেই এই নিয়ম চালু করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে। তবে কঠোরভাবে মন্দিরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু এবার মন্দিরের ঢোকার মুহূর্তে পোস্টার টাঙিয়ে সেই নিষেধাজ্ঞা সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*পুণ্যার্থী সঞ্চিতা অধিকারী বলেন, মন্দিরের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। এছাড়াও পৌষ মাসের এক তারিখ থেকে আরও বেশ কয়েকটি নিয়ম জারি করেছে মন্দির কমিটি যেমন নিজের মোবাইল ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*মন্দিরের মধ্যে মোতায়েন নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল ফোন দিয়ে তারপরেই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তাই এবার তারাপীঠ মন্দির পুজো দিতে এলে এই সমস্ত বিষয়ে জেনে তারপরেই আসবেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith: তারাপীঠে ভুলেও পরে যাবেন না 'এই' পোশাকগুলির একটিও, মন্দিরে ঢুকতে দেবে না কোনওভাবেই