TRENDING:

Tarapith Temple: তারাপীঠে মা তারার ভোগপ্রসাদে কেন দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ! জানুন কারণ

Last Updated:
Tarapith Temple: বীরভূমের তারাপীঠে নিয়মিত মা তারার ভোগে মাছ এবং পাঁঠার মাংস দেওয়া হয়।এছাড়া নাকি মায়ের ভোগও হবে না৷ কিন্তু কেন?
advertisement
1/5
তারাপীঠে মা তারার ভোগপ্রসাদে কেন দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ! জানুন কারণ
সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এবং তন্ত্রপীঠ তারাপীঠ। আর প্রত্যেকদিন মা তারার ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া। তবে কেন মা তারার ভোগে দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ, জানেন কি? এখনও নিয়ম করে এই দুটি জিনিস দেওয়া হয় ভোগে। (প্রতিবেদন : সৌভিক রায়)
advertisement
2/5
যেহেতু তারাপীঠে তারা মায়ের তন্ত্রমতে পুজো হয়ে থাকে তাই সেখানেও পুজোতে কারণবারি, মাছ, মন্দিরে বলি হওয়া পাঁঠার মাংস মায়ের ভোগে দেওয়া হয়ে থাকে।
advertisement
3/5
সেবায়েতরা জানান, শোল মাছ দেওয়ার পিছনেও কারণ আছে। মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় বলেন, পোড়া শোল মাছ মাকে দেওয়া হলে নাকি গ্রহ দোষ কেটে যায়।
advertisement
4/5
আবার অনেকের মতে মা তারাকে শোল মাছ পোড়া দিয়ে ভোগ নিবেদন করলে নিজেদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয় এবং মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
5/5
অনেকে ভোগের সময় মাকে শোল মাছ দিয়ে থাকেন। সেই পোড়া শোল মাছ মায়ের ভোগে দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: তারাপীঠে মা তারার ভোগপ্রসাদে কেন দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ! জানুন কারণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল