Tarapith: জগদ্ধাত্রী রূপে সাজানো হল তারা মাকে! হাজার হাজার ভক্তের ভিড় তারাপীঠে!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Tarapith: তারাপীঠে পালন হল জগদ্ধাত্রী পুজো! সাজানো হল তারা মাকে! দেখুন সেই ছবি
advertisement
1/5

দেবী মূর্তি পুজোর চল নেই তারাপীঠে। সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারাকে সামনে রেখে। মা তারার টানেই এখানে ভিড় জমান হাজার হাজার মানুষ। ( লেখা ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
2/5
ব্যতিক্রম হয়নি জগদ্ধাত্রী পুজোতেও। আজ বুধবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। ( লেখা ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
3/5
এ দিন মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। ( লেখা ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
4/5
বিকেলে মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়েছিল। ( লেখা ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
5/5
একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমান। ( লেখা ও ছবি: অক্ষয় ধীবর)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith: জগদ্ধাত্রী রূপে সাজানো হল তারা মাকে! হাজার হাজার ভক্তের ভিড় তারাপীঠে!