Tarapith Hotel Tariff : তারাপীঠে পুজো দিতে যাবেন ভাবছেন! হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Hotel Tariff : দিন দিন তারাপীঠ যত খ্যাতি অর্জন করছে, একদিকে যখন বাড়ছে হোটেলের সংখ্যা সেখানে লাফিয়ে লাফিয়ে আবার বাড়ছে সেই হোটেলের ভাড়া। সেই কারণেই অনেকেই তারাপীঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এরই সমাধান খুঁজতে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন।
advertisement
1/8

*বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ। মোট ৫১ টি সতীপীঠ এর মধ্যে অন্যতম পাঁচটি সতীপীঠ অবস্থিত রয়েছে এই বীরভূমে। পাশাপাশি রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি। তবে শুধু এখানেই শেষ নয় এই বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*সাধক বামাক্ষ্যাপার অন্যতম তন্ত্র-পীঠ সিদ্ধপীঠ হিসেবে পরিচিত এই তারাপীঠ।আর প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*এই তারাপীঠ মন্দিরের আদি দেবী মা তারা। এখানেই মা তারা কখনও লক্ষী, কখনও সরস্বতী, কখনও কালী,কখনও আবার দুর্গা রূপে পূজিতা হন। এই তারাপীঠ এলাকায় অন্য কোনও দেবীর মূর্তির পুজোর প্রচলন নেই। বিশেষ বিশেষ তিথিতে এই তারাপীঠ চত্বরে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার দিন এই তারাপীঠে তিল ধারণের জায়গা থাকে না। এছাড়াও বিশেষ করে নভেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রায় কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে প্রত্যেক বছর। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*তবে এই বছর কোথাও গিয়ে যেন অন্যান্য বছরের তুলনায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কম। নেপথ্যে কী কারণ? স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা মনে করছেন হোটেলগুলি অত্যাধিক ভাড়া রাখার কারণে এই বছর পর্যটকের সংখ্যা কমেছে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*দিন দিন তারাপীঠ যত খ্যাতি অর্জন করছে, একদিকে যখন বাড়ছে হোটেলের সংখ্যা সেখানে লাফিয়ে লাফিয়ে আবার বাড়ছে সেই হোটেলের ভাড়া। সেই কারণেই অনেকেই তারাপীঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এরই সমাধান খুঁজতে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, প্রত্যেক বছর যেখানে ২০ শতাংশ পর্যন্ত হোটেলের ভাড়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয় সেখানে এবার প্রায় ৪০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মূলত প্রায় ৮০ শতাংশ হোটেল এই রকম ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*তবে যে সমস্ত হোটেলের নির্দিষ্ট ভাড়া রয়েছে তারা কোনও রকম ছাড় দিচ্ছেন না। তার কারণ তারা কোনও সময় ভাড়া বাড়ান না এবং কম করেন না। শুধু হোটেল নয়, রেস্টুরেন্টেও বিভিন্ন ধরনের শীতকালীন খাবারের তালিকা নিয়ে হাজির হয়েছেন মালিক কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Hotel Tariff : তারাপীঠে পুজো দিতে যাবেন ভাবছেন! হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস