Tarapith Hotel Tariff: দুর্গাপুজোর সময় তারাপীঠ যাবেন ভাবছেন? হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Hotel Tariff: দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের জন্য সুখবর! বীরভূমের তারাপীঠে হোটেল ভাড়ায় এবার থাকছে বিশেষ ছাড়।
advertisement
1/5

চলতি মাসেই দুর্গা পুজো। সারা একটি বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য। আর এই পুজোর সময় ভ্রমণ পিপাসু বাঙালিরা এক অথবা দুই দিনের জন্য কোথাও ঘুরতে বেরিয়ে যান। দিঘা, পুরী, মন্দারমনি গিয়ে মন ভরে গেলে ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য। তবে অনেকেই তারাপীঠ মা তারার মন্দির আসেন এই দুর্গাপুজোর সময়। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তারাপীঠের অধিষ্ঠিত দেবী মা তারা। সেই কারণে সব দেবদেবীর ঊর্ধ্বে তারাপীঠে বিরাজমান তিনি। দুর্গাপুজোর সময় দুর্গা রূপে, কালীপুজোর সময় কালী রূপে, লক্ষ্মী পুজার সময় লক্ষী রূপে পুজো করা হয়। দুর্গাপূজার সময় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই চার দিন মা তারাকে দুর্গা রূপে পুজো করা হয়।
advertisement
3/5
আর সেই কারণে পুজোর সময়তেও প্রায় অনেক ভক্তই একদিনের জন্য হলেও মা তারার দর্শনের জন্য ছুটে আসেন। বিশেষ করে নবমীর দিন ভিড়টা হয় অনেকটাই বেশি। মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে দুর্গা রূপে পুজো দেখার জন্য দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকরাও ছুটে আসেন।
advertisement
4/5
আর সেই সমস্ত ভক্তের কথা চিন্তা করে এবং তারাপীঠে পুজোর সময় পর্যটক টানতে তারাপীঠ হোটেল এসোসিয়েশনের তরফ থেকে এই বছর হোটেল-ভাড়ার ক্ষেত্রে বেশ কিছুটা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর ২০ শতাংশ পর্যন্ত ছাড় থাকলেও এ বছর মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত বিভিন্ন হোটেলে বিভিন্ন রকমের ছাড় ব্যবস্থা করা হয়েছে।
advertisement
5/5
তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানা গিয়েছে এই বছর বড় হোটেলে ৪০ শতাংশ পর্যন্ত এসি রুমে ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে নন এসি রুমে প্রায় ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পুজো উপলক্ষে বিভিন্ন বড় খাবারের রেস্টুরেন্টে পুজো স্পেশাল খাবার দাবারের আয়োজন করা হয়েছে। অন্যদিকে আরও জানা গিয়েছে আপনি যদি এখন থেকেই বুকিং সেরে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আরও কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। তবে সব হোটেলের ক্ষেত্রে কিন্তু এই ছাড় দেওয়া হয় না।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Hotel Tariff: দুর্গাপুজোর সময় তারাপীঠ যাবেন ভাবছেন? হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস