ভক্তদের জন্য বেশি সময় খোলা শুরু তারকেশ্বর মন্দির, তবে বাঁক কাঁধে করে জল আনা বন্ধ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তবে মন্দির খুললেও বন্ধ হয়ে গেল শ্রাবণী মেলা।
advertisement
1/5

▪️বৃহস্পতিবার থেকে তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হল ভক্তদের জন্য৷ তবে মন্দির খুললেও বন্ধ হয়ে গেল শ্রাবণী মেলা।
advertisement
2/5
▪️বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য শিবলিঙ্গ দর্শনের সময় বাড়ানো হয়েছে তারকেশ্বর মন্দিরে। ভোর ৬টা থেকে সকাল ৯.৩০ পর্যন্ত ও বেলা ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে দর্শন করার জন্য।
advertisement
3/5
▪️মন্দিরের চারটি গেটে বসানো হবে স্যানিটাইজার চ্যানেল। তবে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
4/5
▪️বুধবার সর্বদলীয় বৈঠকের পরে রাজ্য সরকার লকডাউনের সময়সীমা আরও একমাস বাড়িয়ে দিয়েছে৷ ৩১ শে জুলাই পর্যন্ত বেড়ে গিয়েছে রাজ্য লকডাউন৷ সে কারণে এবার আর তারকেশ্বরে ভক্তরা বাঁক কাঁধে করে জল আনতে পারবেন না শিবভক্তরা।
advertisement
5/5
▪️দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর রথের দিন সন্ধ্যায় আধঘণ্টার জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির। জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিনে বাবার দর্শনে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় তারকেশ্বর মন্দির প্রাঙ্গন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভক্তদের জন্য বেশি সময় খোলা শুরু তারকেশ্বর মন্দির, তবে বাঁক কাঁধে করে জল আনা বন্ধ