Sunderban in crisis again: ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয় গ্রামবাসীদের জন্য। চাল, ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
1/5

নিম্মচাপ ও কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকার কাকদ্বীপ মহকুমায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। গত দু’দিনে জলোচ্ছ্বাসের জেরে একাধিক নদী ও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকেছে লোকলয়ে।
advertisement
2/5
মাটির বাঁধ ভেঙে নদী ও সমুদ্রের নোনাজল ঢুকছে লোকালে। নিরাশ্রয় হয়ে পড়েছেন শতাধিক মানুষ। নোনা জলে প্লাবিত হয়েছে চাষের জমি, পুকুর। নষ্ট হয়েছে বাড়িতে থাকা চাল, ডাল সহ মজুত খাদ্যসামগ্রী।
advertisement
3/5
জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে মাটির বাঁধ উপচে জল ঢুকেছে। বঙ্কিমনগরের ৫২টির বেশি কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের উদ্ধার করে পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
4/5
জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে মাটির বাঁধ উপচে জল ঢুকেছে। বঙ্কিমনগরের ৫২টির বেশি কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের উদ্ধার করে পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
5/5
শুক্রবার সকালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বঙ্কিমনগর এক নম্বর কলোনিতে নদী বাঁধ পরিদর্শনে যান। মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sunderban in crisis again: ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু