Sunderban: পক্ষীপ্রেমীদের জন্য সুখবর, জানুয়ারি মাসেই সুন্দরবনে শুরু হচ্ছে তৃতীয় পাখি উৎসব
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
গত বছরের মত এবারেও মোট ২৪ জন পক্ষীপ্রেমীকে পাখি উৎসবে অংশগ্রহনের সুযোগ দেবে বন দফতর
advertisement
1/6

পরপর দু'বছর সাফল্যের পর এবার তৃতীয়বারের জন্য আগামী জানুয়ারি মাসেই শুরু হচ্ছে সুন্দরবন পাখি উৎসব। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই পাখি উৎসবের আয়োজন করেছে। প্রথম দু'বছর পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে তৃতীয় বছর ফের এই উৎসবের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
advertisement
2/6
আগামী ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই পাখি উৎসব চলবে সুন্দরবনে। সোমবার থেকেই পাখি উৎসবের জন্য যাবতীয় তথ্য নির্দিষ্ট ওয়েব সাইটে আপলোড করেছে বন দফতর। এদিন থেকেই বন দফতরের নিয়ম মেনে পাখিপ্রেমীরা আবেদন করতে পারবেন পাখি উৎসবে অংশগ্রহনের জন্য।
advertisement
3/6
গত বছরের মত এবারেও মোট ২৪ জন পক্ষীপ্রেমীকে পাখি উৎসবে অংশগ্রহনের সুযোগ দেবে বন দফতর। মোট ছটি দলে ভাগ হয়ে সুন্দরবনের ছটি আলাদা আলাদা জোনে এই দলগুলি ঘুরে বেড়াবে। পাখিদের ছবি তোলার পাশাপাশি কোথায় কী ধরনের পাখি দেখা গেল, সব বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা। প্রতিটি দলে একজন করে পাখি বিশেষজ্ঞ ও বন দফতরের একজন করে কর্মী থাকবেন।
advertisement
4/6
কেন এই আয়োজন? বন দফতরের কথায়, সুন্দরবনে বর্তমানে কত প্রজাতির পাখি রয়েছে? ঠিক কোন এলাকায় কোন পাখি রয়েছে, পরিযায়ী পাখি বা বিলুপ্তপ্রায় পাখির দেখা মিলল কি? এই সব প্রশ্নের সম্যক ধারণা পাওয়া যাবে।
advertisement
5/6
প্রথম বার পাখি উৎসবের রিপোর্ট বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ নতুন প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। ৫০৬৫ টি পাখির দেখা পেয়েছিলেন যোগদানকারীরা। সে বার শীতের একেবারে শেষ লগ্নে উৎসব হয়েছিল। বন দফতরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দ্বিতীয় পাখি উৎসবের রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে পরিযায়ী পাখিদের সংখ্যা অনেক বেড়েছে। তাঁদের দেওয়া রিপোর্ট এবং তথ্য অনুযায়ী, সুন্দরবনে সেবার প্রায় ৮০টি প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলেছে।
advertisement
6/6
প্রথম পাখি উৎসবের তুলনায় দ্বিতীয় পাখি উৎসবে ১০ প্রজাতির পাখির দেখা কম মিললেও পরিযায়ী পাখিদের সংখ্যা বাড়ায় খুশি হয় বন দফতর। পাশাপাশি অনেক বেশি সংখ্যায় পাখির দেখাও মিলেছিল দ্বিতীয় উৎসবে। ৮৮৮৬ টি পাখির দেখা মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে সজনেখালি রেঞ্জে ৬৯ প্রজাতি, বসিরহাট রেঞ্জে ৭০ প্রজাতি, জাতীয় উদ্যান পূর্ব রেঞ্জে ৬৬ প্রজাতি, জাতীয় উদ্যান পশ্চিম রেঞ্জে ৭৫ প্রজাতি, মাতলা রেঞ্জে ৪২ প্রজাতি ও কলস রেঞ্জে ৪৭ প্রজাতির পাখির দেখা মিলেছে বলে জানায় বন দফতর
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sunderban: পক্ষীপ্রেমীদের জন্য সুখবর, জানুয়ারি মাসেই সুন্দরবনে শুরু হচ্ছে তৃতীয় পাখি উৎসব