TRENDING:

Migratory Birds: পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সুন্দরবন! দেখুন ছবি

Last Updated:
পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে সুন্দরবন। বনদফতর থেকে পাওয়া রিপোর্টে সেই তথ্যই উঠে এসেছে।‌
advertisement
1/6
পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সুন্দরবন! দেখুন ছবি
পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে সুন্দরবন। বনদফতর থেকে পাওয়া রিপোর্টে সেই সংখ্যাই উঠে এসেছে।‌
advertisement
2/6
গত বছরের তুলনায় এবছর শীতের মরশুমে প্রায় ৩ হাজার বেশি পাখি এসেছে সুন্দরবনে। একাধিক ছবি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গিয়েছে।
advertisement
3/6
জানা গিয়েছে, পাখি উৎসবের তিনদিন গতবছর ৫০৬৫ টি পাখির দেখা মিলেছিল। তবে এবার সেখানে ৮৮৮৬ টি পাখির দেখা মিলেছে।
advertisement
4/6
এরমধ্যে সজনেখালি রেঞ্জে ৬৯ টি, বসিরহাট রেঞ্জে ৭০ টি, জাতীয় উদ্যান পূর্ব রেঞ্জে ৬৬ টি জাতীয় উদ্যান পশ্চিম রেঞ্জে ৭৫ টি, মাতলা রেঞ্জে ৪২ টি, কলস রেঞ্জে ৪৭ টি প্রজাতির পাখির দেখা মিলেছে।
advertisement
5/6
এরমধ্যে ১৪ টি বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি রয়েছে। বনদফতরের পক্ষ থেকে এ নিয়ে জানানো হয়েছে সুন্দরবন পাখিদের নিরপদ আশ্রয়স্থলে পরিনণত হয়েছে।
advertisement
6/6
আগমীবছর গুলিতে পাখির পরিমাণ আরও বাড়তে পারে। এমন তথ্যই জানাচ্ছে বনদফতর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Migratory Birds: পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সুন্দরবন! দেখুন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল