দিনটা স্রেফ সুন্দরবনের! বাকিটা জানতে দেখুন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সুন্দরবন দিবসের কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বোঝানো হয় পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা। সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই কথাও তুলে ধরা হয়
advertisement
1/6

২১ আগস্ট সুন্দরবন দিবস। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের এই বনভূমি পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবন শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের জন্য অমূল্য সম্পদ। সেই অখণ্ড বনভূমির অস্তিত্ব রক্ষার বার্তা নিয়েই প্রতিবছর পালিত হয় সুন্দরবন দিবস।
advertisement
2/6
সাধারণত উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকাজুড়ে, বিশেষ করে সুন্দরবনের ১৯টি ব্লকে এই দিনটি নানান কর্মসূচির মাধ্য দিয়ে উদযাপন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উত্তর ২৪ পরগণার বসিরহাট টাউন হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান মঞ্চ, সুন্দরবন জেলা উপ-সমিতি ও শহিদ দিনেশ মজুমদার কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।
advertisement
3/6
সুন্দরবনকে বলা হয় জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে আছে বিচিত্র প্রজাতির গাছগাছালি, অসংখ্য সরীসৃপ, উভচর প্রাণী ও পাখি। রয়েছে দু’ধরনের হরিণ, তিন প্রজাতির কচ্ছপ, কুমির এবং জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও নদী ও খাঁড়িতে মেলে নানান প্রজাতির মাছ ও চিংড়ি। এই বিশাল জীবমণ্ডলের বৈচিত্র্য রক্ষা করাই আজকের মূল লক্ষ্য।
advertisement
4/6
সুন্দরবন দিবসের কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বোঝানো হয় পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা। সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই কথাও তুলে ধরা হয়। কেবল বইয়ের পাতায় নয়, বাস্তবে প্রকৃতিকে রক্ষার জন্য তাঁরা কীভাবে এগিয়ে আসতে পারেন, তা-ও ব্যাখ্যা করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
advertisement
5/6
এই অনুষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণের সংখ্যা বৃদ্ধি করা। ছাত্র-ছাত্রীদের বোঝানো হয়, একমাত্র সবুজায়নই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারে। পাশাপাশি কুসংস্কারের বিরুদ্ধে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার বার্তা দেওয়া হয়।
advertisement
6/6
সুন্দরবন দিবস শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়—এটাই ছিল এদিনের মূল বক্তব্য। প্রতিদিনই এই অরণ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ, সবাই যদি একসঙ্গে এগিয়ে আসে, তবেই টিকে থাকবে বিশ্বের এই বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের প্রাণভূমি।