Sundarban Tourism: কোর এরিয়ায় ঢুকে এবার রয়েল বেঙ্গল দর্শন, লঞ্চে বিশেষ ব্যবস্থা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
এবার সুন্দরবনের কোর এরিয়ায় গিয়ে বাঘ দর্শন করা যাবে, তার জন্য পর্যটকদের নিরাপত্তার খাতিরে বিশেষ নির্দেশ দিল বন দফতর
advertisement
1/6

বাদাবন আর রয়েল বেঙ্গল টাইগারের আকর্ষণে শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ে সুন্দরবনে। তবে এবার কোর এরিয়ায় বাঘ দেখতে হল বিশেষ ব্যবস্থা।
advertisement
2/6
পর্যটকদের সুবিধার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টুরিস্ট লঞ্চ ও বোটের চারদিক নাইলনের জাল দিয়ে ঘিরে দিতে নির্দেস দিন বন দফতর।
advertisement
3/6
একইসঙ্গে বড় বড় করে বোটের লাইসেন্স নম্বর লিখে টাঙাতে হবে। এমনই নির্দেশ দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বনদফতর।
advertisement
4/6
লঞ্চ বা বোটে প্রয়োজনীয় ওষুধ, ফাস্ট এইড বক্স ইত্যাদি রাখতে হবে। বিপদ এড়াতেই এইসব ব্যবস্থা করতে হবে।
advertisement
5/6
টুরিস্ট লঞ্চে বা বোটে রেলিং না থাকায় অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তাই সেই বিপদ এড়াতে চারপাশ নাইলনের জাল দিয়ে ঘিরে দিতে বলা হয়েছে।
advertisement
6/6
বনদফতরের নির্দেশ মেনে কুলতলির বেশ কয়েকটি লঞ্চের উন্মুক্ত অংশ জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যেই জাল লাগানোর কাজ শেষ করা হবে। ছবি ও তথ্যসুত্র: সুমন সাহা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarban Tourism: কোর এরিয়ায় ঢুকে এবার রয়েল বেঙ্গল দর্শন, লঞ্চে বিশেষ ব্যবস্থা