TRENDING:

Sundarban Tour: পাড়ে রয়‍্যাল বেঙ্গল, হরিণ, নদীতে কুমির...বর্ষাতে আরও সেজে ওঠে সুন্দরবন! ঘুরতে যেতে চান? আগেই জেনে নিন এইসব তথ‍্য

Last Updated:
Sundarban Tour: সুন্দরবনে প্রবেশের জন্য বন দফতরের অনুমতিপত্র অবশ্যই নিতে হয়। এটি স্থানীয় ট্যুর অপারেটর বা ফরেস্ট অফিস থেকে সংগ্রহ করা যায়। সঙ্গে নিজের ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টের ফটোকপি রাখলে সুবিধা হয়।
advertisement
1/6
পাড়ে রয়‍্যাল বেঙ্গল, হরিণ, নদীতে কুমির...বর্ষাতে আরও সেজে ওঠে সুন্দরবন! ঘুরতে যেতে চান?
সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ ও বিভিন্ন পাখি দেখার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু বর্ষাকালে সুন্দরবনে ইলিশ উৎসবের আমেজ অনেকখানি।
advertisement
2/6
সুন্দরবনে প্রবেশের জন্য বন দফতরের অনুমতিপত্র অবশ্যই নিতে হয়। এটি স্থানীয় ট্যুর অপারেটর বা ফরেস্ট অফিস থেকে সংগ্রহ করা যায়। সঙ্গে নিজের ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টের ফটোকপি রাখলে সুবিধা হয়।
advertisement
3/6
সুন্দরবন ঘুরতে গেলে অনুমোদিত নৌকা ও অভিজ্ঞ গাইড নেওয়া বাধ্যতামূলক। কারণ, অনেক এলাকা বিপজ্জনক ও জোয়ারভাটা-নির্ভর। নৌকায় থাকার সময় লাইফ জ্যাকেট পরা ও সতর্ক থাকা জরুরি। ট্যুর বুক করার সময় নৌকার বন্দোবস্ত ভালভাবে যাচাই করে নিন।
advertisement
4/6
ভ্রমণের সময় পর্যাপ্ত পানীয় জল, শুকনো খাবার, সানস্ক্রিন, হ্যাট, টর্চলাইট, মশা তাড়ানোর ক্রিম ও চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখুন। এছাড়া জরুরি ওষুধ (জ্বর, পেটের সমস্যা, ব্যথার ওষুধ) সঙ্গে রাখা ভাল।
advertisement
5/6
সুন্দরবন হল রয়্যাল বেঙ্গল টাইগার ও নানা ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল। কোনও অবস্থাতেই গাইডের অনুমতি ছাড়া জঙ্গলে ঢোকা ঠিক নয়। প্রাণী দেখলে উত্তেজিত না হয়ে নিরব থাকুন ও কোনও চিৎকার বা ঝুঁকিপূর্ণ আচরণ করবেন না।
advertisement
6/6
সুন্দরবনের ভিতরে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। তাই ট্যুরের আগে আত্মীয়স্বজনকে জানিয়ে যান এবং স্থানীয় বন অফিস, পুলিশ থানা ও ট্যুর অপারেটরের নম্বর কাগজে লিখে সঙ্গে রাখুন। বিপদের সময় এগুলো কাজে লাগতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarban Tour: পাড়ে রয়‍্যাল বেঙ্গল, হরিণ, নদীতে কুমির...বর্ষাতে আরও সেজে ওঠে সুন্দরবন! ঘুরতে যেতে চান? আগেই জেনে নিন এইসব তথ‍্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল