TRENDING:

সুন্দরবন বলছে ‘আমিও বাড়ছি’! একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ

Last Updated:
টাইগার রিজার্ভ এলাকায় এই তিনটি এলাকার অন্তর্ভুক্তির ফলে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জের বনকর্মীরা এ বার বিশেষ প্রশিক্ষণের আওতায় আসবেন।
advertisement
1/6
বাঘের সাম্রাজ্যে দাপট দেখাল সুন্দরবন! দক্ষিণরায়ের বিচরণের জায়গা বাড়ছে
<strong>রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> এবার সুন্দরবন বলছে "দেখো আমিও বাড়ছি"। এমন ঘটনা বাস্তবে ঘটেছে। বর্তমানে বাঘ বিচরণের জায়গা বেড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে এসেছে সুন্দরবনের কথা। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
2/6
মহারাষ্ট্রের মেলঘাট, ওডিশার সিমলিপাল, অসমের মানস আর ছত্তিসগড়ের ইন্দ্রাবতী টাইগার রিজ়ার্ভকে পিছনে ফেলে একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে আসছে সুন্দরবন। এখন সামনে শুধু রয়েছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর-শ্রীশৈলম টাইগার রিজ়ার্ভ। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
3/6
এখনও পর্যন্ত বাদাবনে বাঘের আবাস ছিল ২৫৮৫ বর্গ কিলোমিটার, এই বার সেটি ১০৪৪ বর্গ কিলোমিটার বেড়ে হতে চলেছে ৩৬২৯ বর্গ কিলোমিটার। বর্তমানে সুন্দরবন টাইগার রিজ়ার্ভে এবার জুড়বে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জ। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
4/6
রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে জানানো হবে, বর্ধিত এলাকার কতটা অংশ কোর এরিয়া ও কতটা বাফার এরিয়া। ১০৪৪ বর্গ কিলোমিটার নতুন তিনটি রেঞ্জ 'বাফার এরিয়া' হিসাবে এসটিআর-এ জুড়বে বলে রাজ্য বন দফতর সূত্রে খবর। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
5/6
বর্তমানে এসটিআর-র হাতে রয়েছে চারটি রেঞ্জ জাতীয় উদ্যান(পূর্ব), জাতীয় উদ্যান(পশ্চিম), সজনেখালি এবং বসিরহাট। এর সঙ্গেই এবার জুড়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের তিনটি রেঞ্জ। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
6/6
টাইগার রিজ়ার্ভ এলাকায় এই তিনটি এলাকার অন্তর্ভুক্তির ফলে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জের বনকর্মীরা এ বার বিশেষ প্রশিক্ষণের আওতায় আসবেন। দেশের বাকি টাইগার রিজ়ার্ভের কর্মীদের মতো তাঁরাও ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ ভাতা (রিস্ক অ্যালাওয়েন্স) পাবেন। বর্ধিত এলাকার জন্য কেন্দ্রের আর্থিক অনুমোদনও বেশি পাবে সুন্দরবন। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সুন্দরবন বলছে ‘আমিও বাড়ছি’! একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল