TRENDING:

Sundarban: নাইলনের বদলে স্টিল, বাঘের আতঙ্ক শেষ, স্বস্তিতে ঘুমাবে সুন্দরবনবাসী...! ১০০ কিমি জুড়ে বিরাট পরিকল্পনা সরকারের

Last Updated:
Sundarban: নাইলনের বদলে স্টিল ফেন্সিং হবে সুন্দরবন লাগোয়া গ্রামে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ একযোগে প্রায় ১০০ কিলোমিটার এলাকায় বসাবে এই বিশেষ স্টিলের নেট।
advertisement
1/6
নাইলনের বদলে স্টিল, বাঘের আতঙ্ক শেষ, স্বস্তিতে ঘুমাবে সুন্দরবনবাসী...!
এবার নাইলনের বদলে স্টিল ফেন্সিং হবে সুন্দরবন লাগোয়া গ্রামে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ একযোগে প্রায় ১০০ কিলোমিটার এলাকায় বসাবে এই বিশেষ স্টিলের নেট। পুরো কাজটাই হবে ব্যাঘ্র প্রকল্পের তত্ত্বাবধানে।
advertisement
2/6
ইদানীং ঘন ঘন লোকালয়ে চলে আসছে বাঘ। তার জেরে আতঙ্ক বাড়ছে সুন্দরবনের বিভিন্ন গ্রামে। যাতে বাঘ লোকালয়ে আসতে না পারে, সেকারণে নাইলনের জাল দিয়ে ঘেরা হয়েছিল জঙ্গল এলাকা।
advertisement
3/6
এবার বাঘ যাতে আর লোকালয়ে না আসতে পারে তার জন্য দেওয়া হবে স্টিল ফেন্সিং। নাইলনের জালের ক্ষেত্রে সমস্যা হল, সেটি প্রতি বছর বদলাতে হয়। কারণ ঝড়-জলে ওই জাল ক্রমে নষ্ট হয়ে যায়।
advertisement
4/6
ঘন ঘন নতুন জাল বসাতে বাড়তি খরচ হয় সরকারের। স্টিলের জাল লাগালে তা অনেক বছর পর্যন্ত চলবে। এটি তাড়াতাড়ি যেমন নষ্ট হবে না, তেমনই কেউ জাল কাটার সুযোগও পাবেন না।
advertisement
5/6
সুন্দরবনের দুই বিভাগের মধ্যে কোথায় কত কিলোমিটার জাল লাগানো হবে, তা অবশ্য এখনও স্থির হয়নি। সূত্রের খবর, সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকায় তুলনামূলক বেশি জাল লাগানো হবে।
advertisement
6/6
দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের অধীনে রামগঙ্গা, মাতলা এবং রায়দিঘি রেঞ্জে বাছাই করা বেশ কিছু অংশে নতুন স্টিলের জাল লাগানোর কথাবার্তা চলছে। বিশেষ করে রায়দিঘি রেঞ্জের কুলতলি এলাকায় যেহেতু মাঝেমধ্যেই বাঘের আনাগোনা টের পাওয়া যায়, তাই সেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarban: নাইলনের বদলে স্টিল, বাঘের আতঙ্ক শেষ, স্বস্তিতে ঘুমাবে সুন্দরবনবাসী...! ১০০ কিমি জুড়ে বিরাট পরিকল্পনা সরকারের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল