TRENDING:

Crocodile Census: সবচেয়ে বেশি কুমির কোথায় আছে, চিহ্নিত হবে 'হটস্পট'! ডিসেম্বরেই সুন্দরবনে শুরু গণনার কাজ

Last Updated:
Sundarban Crocodile Census: বাঘের পর এবার সুন্দরবনে শুরু হবে কুমীর গণনার কাজ। ১১ ডিসেম্বর থেকে গণনা‌ শুরু হবে। চলবে তিনমাস।
advertisement
1/5
সুন্দরবনে বাঘের পর এবার কুমির গণনা, ডিসেম্বরে শুরু হবে কাজ
বাঘের পর এবার সুন্দরবনে শুরু হবে কুমীর গণনার কাজ। ১১ ডিসেম্বর থেকে গণনা‌ শুরু হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেও চলবে এই কাজ। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
এই গণনার মাধ্যমে এবছর দেখা হবে সুন্দরবনে কোন উষ্ণতায় কুমির বেশি স্বচ্ছন্দে থাকে‌। কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে কুমির কোথায় থাকতে পছন্দ করে সব কিছুই দেখা হবে এবছর। সুন্দরবনে গিয়ে তাদের ডেরার হদিশ নেওয়া হবে।
advertisement
3/5
সুন্দরবনের ৪১০০ বর্গ কিমি এলাকাজুড়ে কুমির গণনার কাজ হবে। সমস্ত তথ্য রেকর্ড করবেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের বিভিন্ন জায়গায় স্থল ও জলের তাপমাত্রাও মাপা হবে।
advertisement
4/5
কোন তাপমাত্রায় কুমিরের দেখা মিলবে, আর কোন তাপমাত্রায় দেখা মিলবে না সেই বিষয় তুলনা করে তাদের বাসস্থানকে চিহ্নিত করা হবে। এই তথ্য থেকেই জানা যাবে সুন্দরবনের কোন জায়গায় কুমির বেশি থাকে।
advertisement
5/5
দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ ও সুন্দরবন টাইগার রিজার্ভ যৌথভাবে এই শুমারি করবে। এই কাজের জন্য প্রায় দেড়শো বনকর্মীকে নিযুক্ত করা হবে। যে সব এলাকায় কুমিরের দেখা মিলবে, সেখানকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, জলের তাপমাত্রা, লবণের পরিমাণ সবই রেকর্ড করা হবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Crocodile Census: সবচেয়ে বেশি কুমির কোথায় আছে, চিহ্নিত হবে 'হটস্পট'! ডিসেম্বরেই সুন্দরবনে শুরু গণনার কাজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল