Sujata Mondal: হাসিমুখে ক্যামেরায় 'ফটোসেশন'...! ভোটের সকাল সকাল মন্দিরে পুজো তৃণমূল প্রার্থী সুজাতার, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে খুললেন মুখও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Sujata Mondal: ষষ্ঠ দফা ভোটের সকাল থেকেই নজরে একাধিক কেন্দ্র। একদিকে বাড়ি থেকে বেরিয়েই মন্দিরে পুজো সুজাতা মণ্ডলের। ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী।
advertisement
1/8

ষষ্ঠ দফা ভোটের সকাল থেকেই নজরে একাধিক কেন্দ্র। একদিকে বাড়ি থেকে বেরিয়েই মন্দিরে পুজো সুজাতা মণ্ডলের। ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। জানালেন, বিকেলের দিক করে নিজের ভোট দান করবেন তিনি।
advertisement
2/8
বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ। ষষ্ঠ দফায় ভোটের দিন নির্বাচন নিয়ে একাধিক অভিযোগে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল নিশানা করতে ছাড়লেন না প্রাক্তন স্বামীকে।
advertisement
3/8
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূলের সুজাতা মণ্ডলের তরজা শুরু থেকেই ভোটের বাজার গরম করেছে বার বার। এবার ভোটের দিনও সেই ধারাবাহিকতা জারি রেখে প্রাক্তন স্বামীকে নজিরবিহীন কটাক্ষ সুজাতার।
advertisement
4/8
সুজাতা মণ্ডল এদিন নাম না করে সৌমিত্র খাঁকে 'পাগল - ছাগল' বলে কটাক্ষ করলেন। তাঁর কথায়, "পরপর ২ বার সাংসদ হয়েও তিনি কোনও কাজ করেননি। বিজেপির লোকেরাই ওঁর বিরুদ্ধে পোস্টার দিয়েছে। আমি ওঁকে আমার প্রতিপক্ষ বলে মনে করি না। বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়।"
advertisement
5/8
প্রসঙ্গত, পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ষাঁড়েশ্বর এবং এক্তেশ্বর মন্দিরেই গাজন উৎসবে হাজির হয়ে তৎকালীন স্বামী সৌমিত্রের জয়ের কামনায় পুজো দিয়েছিলেন সুজাতা।
advertisement
6/8
এবার ছবিটা বদলেছে। এবারও দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দেখা যায় ওই মন্দিরে পুজো দিতে নিজ নিজ জয়ের কামনায়। চৈত্র সংক্রান্তির আগেই একই দিনে, একই সময় তাঁরা হাজির হন প্রসিদ্ধ এই মন্দিরে।
advertisement
7/8
উল্লেখ্য, আদালতের নির্দেশে লোকসভা কেন্দ্রে যাওয়া বারণ ছিল সৌমিত্রের। পাঁচ বছর পর ফের প্রাক্তন স্বামী-স্ত্রী ভোটে এবার প্রতিদ্বন্দ্বী। স্বভাবতই ষষ্ঠ দফায় বিষ্ণুপুরে দুই নেতা নেত্রীর টক্কর তুঙ্গে।
advertisement
8/8
ভোটের সকালে সৌমিত্র খাঁকে দেখা না গেলেও, নজর করলেন সুজাতা মণ্ডল। মন্দিরে পুজো দিয়ে চাইলেন জয়ের প্রার্থনাও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sujata Mondal: হাসিমুখে ক্যামেরায় 'ফটোসেশন'...! ভোটের সকাল সকাল মন্দিরে পুজো তৃণমূল প্রার্থী সুজাতার, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে খুললেন মুখও