রায়পুরের কাছে হুগলি নদীতে ভয়াবহ ভাঙন! সাংসদ অভিষেকের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতি শুরু, নিশ্চিন্ত স্থানীয়রা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Abhishek Banerjee: বজবজের রায়পুর এলাকায় হঠাৎই হুগলি নদীর বাঁধে ভয়াবহ ধস দেখা যায়। সেই খবর পাওয়া মাত্রই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে রাজ্যের সেচ দফতর।
advertisement
1/6

কথায় রয়েছে, নদীর ধারে যার বাস, ভাবনা তার বারো মাস। কখনও ভয়াবহ নদী ভাঙন, কখনও প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি। নদীর ধারে বাস করা উপকূল এলাকার বাসিন্দাদের সর্বদাই এই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
আচমকাই হুগলি নদীর বাঁধে হঠাৎ ধস দেখা দেয়। মুহূর্তের মধ্যে বাধের একাংশ ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। নদীর বাঁধে ভাঙন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
advertisement
3/6
আবারও প্রবল ভাঙন। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত ডাঙারিয়া রায়পুর এলাকায় হঠাৎই হুগলি নদীর বাঁধে ভয়াবহ ধস দেখা যায়। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজনেরা। সেই খবর পৌঁছে যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।
advertisement
4/6
এরপর সাংসদের নির্দেশে একটি প্রতিনিধি দল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। বুধবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙন মেরামত করার কাজ শুরু করেছে রাজ্যের সেচ দফতর। বজবজ দু'নম্বর ব্লকে বেশ কয়েকদিন ধরে রায়পুর এলাকার কাছে নদীর বাঁধে ধস দেখা দিচ্ছিল। ধস মেরামত করার জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে।
advertisement
5/6
রাতেরবেলা ওই এলাকায় নদী বাঁধে ধস দেখা দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব।
advertisement
6/6
তিনি নিজে সমস্ত কিছু খতিয়ে দেখেন। এরপর সাংসদের নির্দেশে প্রতিনিধি দল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে। সেচ দফতর মেরামতির কাজ শুরু করেছে। (ছবি ও তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রায়পুরের কাছে হুগলি নদীতে ভয়াবহ ভাঙন! সাংসদ অভিষেকের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতি শুরু, নিশ্চিন্ত স্থানীয়রা