রাজীব-বৈশালী হয়তো বিজেপিতেই, বুঝিয়ে দিচ্ছে শুভেন্দুর ইঙ্গিত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ডোমজুড়-বালির নাম নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। জল্পনা নিরসন হল অনেকটাই।
advertisement
1/4

নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেখানকার প্রার্থী হিসেবে তুলে ধরেছিলেন। নন্দীগ্রাম এবং ভবানীপুরকে বড় বোন, মেজ বোন বলেছিলেন মমতা। তাঁর মন্তব্যকে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী অন্য এক জল্পনা নিরসন করলেন. এমনটাই মত রাজনৈতিক মহলের। শুভেন্দুর কথাতেই স্পষ্ট সম্ভবত বিজেপিতে যোগ দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়া।
advertisement
2/4
ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী? মঙ্গলবার ভগবানপুর এর সভা থেকে শুভেন্দু প্রশ্ন করেন তাহলে কি বালি এবং ডোমজুড় সেজ বোন ও ছোট বোন? রাজনীতিবিদদের ব্যাখ্যা শুভেন্দু বোঝাতে চাইছেন যে, যে অঞ্চলে জমি হারানোর ভয়ে রয়েছে সেখানেই নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে মমতা যদিও বলেছেন যে ২৯১টি আসনে তিনিই দলের মুখ। কিন্তু বালি, ডোমজুড়ের নাম নিয়ে এই দুটি অঞ্চলের উপদ্রুত তাই পরোক্ষ ভাবে বুঝিয়ে দিতে চাইলেন শুভেন্দু।
advertisement
3/4
কেন উপদ্রুত? কারণ এখান থেকেই বিক্ষোভ দেখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়া একজন নিজে মন্ত্রিত্ব ছেড়েছেন অন্যজনকে বহিষ্কার করেছে তৃণমূল।
advertisement
4/4
প্রসঙ্গত ৩০ জানুয়ারি হাওড়াতে সভা করতে আসছেন অমিত শাহ। পর্যবেক্ষকদের একাংশের মত সাথী সভায় রাজিব এবং বৈশাখের গলায় গেরুয়া দেখা গেলেও যেতে পারে। ইতিমধ্যে রাজীব জানিয়েছেন তিনি ডোমজুরে প্রার্থী হিসেবে দাঁড়াতে আগ্রহী। কোন দলের হয়ে? রাজীবের মত, যেখানে কাজ করা যাবে। রাজনীতির ব্যাপারীরা অবশ্য গত কয়েক মাসে এই কথাবার্তার রূপরেখা অক্ষরে অক্ষরে বুঝে গিয়েছেন।